X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ

স্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল ২০২৪, ১৮:১০আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১৮:৫২

স্নাতক অনুষ্ঠান বাতিল করেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দ্য ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া (ইউএসসি)। গাজায় যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলবিরোধী ব্যাপক বিক্ষোভের জেরে নিরাপত্তার কারণ দেখিয়ে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠানটি বাতিল করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ইউএসসি কর্তৃপক্ষ বলেছে,এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬৫ হাজার শিক্ষার্থী,তাদের পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে ১০ মে নির্ধারিত স্নাতক অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হচ্ছে না।

এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে অনুপ্রবেশের অভিযোগে অন্তত ৯৩ জনকে গ্রেপ্তার করে এবং সেখানে স্থাপন করা বিক্ষোভকারীদের অস্থায়ী শিবিরগুলো ভেঙে দেওয়ার নির্দেশ দেয় পুলিশ।

গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। বিক্ষোভ থামাতে এসব বিশ্ববিদ্যালয়ে মোতায়েন রয়েছে পুলিশ। এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শত শত বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। তারপরও বিক্ষোভ অব্যাহত রয়েছে।

গত সপ্তাহে নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়েছিল। বিক্ষোভ বন্ধ করতে শিক্ষার্থীদের বৃহস্পতিবার রাত পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখনও সেখানে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। তবে তাদের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলোচনা চলছে।

আটলান্টার ইমোরি ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে সরে যেতে অস্বীকার করায় ২৮ শিক্ষার্থীকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে অবস্থান কর্মসূচি পালন করার জন্য তারা ক্যাম্পাসের ভেতরে একটি এলাকা নির্দিষ্ট করেছিল। ওই এলাকায় যেতে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি হয়।

এদিকে বেশ কিছু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে বিক্ষোভকারীদের ওপর রাসায়নিক উপকরণ নিক্ষেপের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

গাজায় ইসরায়েলের গণহত্যা থেকে বিচ্ছিন্ন থাকতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছে বিক্ষোভকারীরা। ইসরায়েলে সরবরাহের জন্য অস্ত্র তৈরিতে যুক্ত প্রতিষ্ঠান ও গাজায় ইসরায়েলের যুদ্ধকে সমর্থনকারী অন্যান্য প্রতিষ্ঠানে বিনিয়োগ না করতেও বিশ্ববিদ্যালয়গুলোকে আহ্বান জানিয়েছেন তারা।

/এস/
সম্পর্কিত
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস