X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

৪ কোটি ৬ লাখ শিশুকে খাওয়ানো হবে কৃমিনাশক ওষুধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৭, ১৮:৩১আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৮:৩১

আগামী ৪ নভেম্বর থেকে দেশে ১৯তম রাউন্ড কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু হচ্ছে। এবারে প্রায় ৪ কোটি ৬ লাখ শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। বুধবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সভা কক্ষে ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম এর আওতায় ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ নভেম্বর- ২০১৭’ শীর্ষক এক মতবিনিময় সভায় সংশ্লিষ্টরা এই তথ্য জানান।

স্বাস্থ্য অধিদফতরের সভা কক্ষে মতবিনিময় সভা এর মধ্যে, প্রথম ধাপে ৪ থেকে ৯ নভেম্বর দেশের প্রাথমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ৫ থেকে ১২ বছর বয়সী সকল শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। দ্বিতীয় ধাপে, ১৬ থেকে ২৩ নভেম্বর দেশের সব মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে ১২ থেকে ১৬ বছর বয়সী শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে।

মতবিনিময় সভায় স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. সানিয়া তহমিনা জানান, কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন করার লক্ষ্য হচ্ছে, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সবপ্রকার শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের ৫ থেকে ১৬ বছর বয়সী সকল (স্কুলগামী, স্কুল বর্হিভূত, স্কুল থেকে ঝরে পড়া) শিশুকে কৃমিনাশক ওষুধ বিনামূল্যে খাওয়ানো।

ডা. সানিয়া আরও বলেন, ‘দেশব্যাপী ক্ষুদে ডাক্তারের মাধ্যমে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপিত হতে যাচ্ছে। কৃমি মানুষের অন্ত্র থেকে রক্ত শোষণ করে ফলে শিশুরা রক্তশূন্যতায় ভোগে।’ কৃমির অতিশয় সংক্রমণ মৃত্যুর কারণও হতে পারে বলে এই বিশেষজ্ঞ চিকিৎসক উল্লেখ করেন।

কৃমি নিয়ন্ত্রণ প্রসঙ্গে ডা. সানিয়া তাহমিনা বলেন, ‘পরিবারের সবাই একত্রে বছরে কমপক্ষে দুইবার (৬ মাস পর পর) কৃমির ওষুধ খেতে হবে এবং খালি পায়ে চলাফেরা করা যাবে না এবং খোলা জায়গায় মল-মূত্র ত্যাগ করা যাবে না।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘কৃমি রোধের জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা করতে হবে। এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পর্ষদের সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে ওষুধ সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ ও ওষুধ সরবারহ নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ শাখা) ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. সানিয়া তাহমিনার সভাপতিত্বে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক কাউসার সাবিনা বক্তব্য রাখেন।

/জেএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?