X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

২৪ বছর পর বঙ্গবন্ধু মেডিক্যালে জরুরি বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২১, ১৬:০৬আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৬:৪৩

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৪ বছর পর প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হয়েছে জরুরি বিভাগ। প্রাথমিকভাবে ১০০টি শয্যা নিয়ে এই জরুরি বিভাগ চালু করা হয়েছে।

সোমবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সাধারণ জরুরি বিভাগ উদ্বোধন করেন। এর ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ২৪ ঘণ্টাই মিলবে জরুরি স্বাস্থ্যসেবা। এতদিন দেশের প্রথম এই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে  বহির্বিভাগ থাকলেও সাধারণ জরুরি বিভাগ ছিল না। কেবল অর্থোপেডিক, কার্ডিওলজিসহ মাত্র কয়েকটি বিভাগে এই সেবা ছিল।

জরুরি বিভাগ উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘চিকিৎসা শিক্ষা, চিকিৎসা সেবা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সাধারণ জরুরি বিভাগের বিকল্প নেই।’

এই বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগের কার্যক্রম শুরু করা ছিল বহুল কাঙ্ক্ষিত বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘আরও আগেই এই কার্যক্রম শুরু করার কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের প্রকোপের কারণে তা সম্ভব হয়নি।’

সোমবার থেকে সাধারণ জরুরি বিভাগ চালু হওয়ায় সাধারণ মানুষের চিকিৎসা সেবার দরজা আরও প্রসারিত হলো। তিনি বলেন, ‘আজ থেকে আমাদের সব বিভাগের রোগীরা জরুরি সেবা পাবেন। রোস্টার করে ৫৬টি বিভাগের সংকটাপন্ন রোগীদের এই সেবা দেওয়া হবে।’

সেই সঙ্গে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা জরুরি বিভাগেই করা যাবে জানিয়ে উপাচার্য বলেন, ‘সকল বিভাগের জরুরি সেবা এখানে হবে। আমাদের প্রায় দুই হাজারের মতো চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট আছেন।’

বর্তমানে ১০০টি শয্যা নিয়ে সাধারণ জরুরি বিভাগ চালু হলেও পরবর্তীতে শয্যা সংখ্যা ২০০-তে উন্নীত করা হবে বলেও জানান তিনি। এছাড়াও গাইনি, নবজাতক, অর্থোপেডিক, নিউরো সার্জারি, কার্ডিওলজিসহ বিভিন্ন বিভাগে বিদ্যমান জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রমও অব্যাহত থাকবে।

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমানে যে ১০০টি বেড রয়েছে, সে অনুযায়ী রোগী ভর্তি নেওয়া হবে। ঢাকা মেডিক্যালের মতো অতিরিক্ত রোগী ভর্তি নেওয়ার সুযোগ এখানে না থাকলেও ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগে রোগী ট্রান্সফার করা গেলে জরুরি বিভাগে সাময়িক ভর্তি নেওয়া হবে।’

জরুরি বিভাগে স্ট্রোকের রোগীদের জন্য তিনটি বেড রাখা হয়েছে। অল্প সময়ে চিকিৎসা দেওয়া যাবে, এমন স্ট্রোকের রোগীদের সেখানে ভর্তি নেওয়া হবে বলেও জানান তিনি।

জরুরি বিভাগে বিভিন্ন পরীক্ষা করা যাবে জানিয়ে উপাচার্য বলেন, ‘ইমার্জেন্সিতে আমাদের ল্যাব রয়েছে। এখানেই সিটি স্ক্যান, এমআরআই করা যাবে। অর্থাৎ এক জায়গা থেকে সব সেবা নেওয়া যাবে। আমরা মনে করি, এর মাধ্যমে রোগীদের ভোগান্তি দূর হবে, অনেকেই উপকৃত হবেন।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো, হাবিবুর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আলাদা হচ্ছে আরও এক জোড়া শিশু
বিএসএমএমইউয়ে তৃতীয় বোনম্যারো প্রতিস্থাপন সম্পন্ন
সারাহ ইসলামের কিডনি নেওয়া শামীমাও মারা গেলেন
সর্বশেষ খবর
শিগগিরই অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা: তথ্য প্রতিমন্ত্রী
শিগগিরই অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা: তথ্য প্রতিমন্ত্রী
ইরান ইস্যুতে তৃতীয় বৈঠকে বসছে ইসরায়েলের মন্ত্রিসভা
ইরান ইস্যুতে তৃতীয় বৈঠকে বসছে ইসরায়েলের মন্ত্রিসভা
নেপাল ও ভুটান সফরে গেলেন পররাষ্ট্র সচিব
নেপাল ও ভুটান সফরে গেলেন পররাষ্ট্র সচিব
নাহিদের আগুন বোলিংয়ে হারলো মোহামেডান
নাহিদের আগুন বোলিংয়ে হারলো মোহামেডান
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের