X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘রেস্তোরাঁয় আসা কাউকে বাধা দিতে পারবো না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২২, ২২:৩৫আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০০:০৭

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সোমবার (১০ জানুয়ারি) ১১ দফা নির্দেশনা জারি করেছেন সরকার। যা  বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে বাস্তবায়ন করা হবে। এই ১১ দফা নির্দেশনার মধ্যে অন্যতম হচ্ছে— রেস্তোরাঁয় কেউ খেতে গেলে তাকে অবশ্যই টিকার সনদ দেখাতে হবে। সনদ না দেখিয়ে কেউ রেস্তোরাঁয় ঢুকলে সেই রেস্তোরাঁকেও জরিমানায় আওতায় আনা হবে। কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সমিতির সাধারণ সম্পাদক ইমরান হাসান বলেন, ‘আমরা কাস্টমারকে বাধা দিতে পারবো না।’

মঙ্গলবার (১১ জানুয়ারি) মোহাম্মদ ইমরান হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি জানান, সরকারের নির্দেশনার বিষয়ে মঙ্গলবার তারা বৈঠক করেছেন। সেখানে সবাই একমত হয়েছেন যে, রেস্তোরাঁর বিষয়ে সরকারের এই সিদ্ধান্তটি বাস্তবসম্মত নয়। ইমরান হাসান বলেন, ‘সরকারের কাছে আমরা আবেদন করেছি, এ সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য। বাস্তবসম্মত সিদ্ধান্ত দিয়ে আমাদেরকে যেন ব্যবসা পরিচালনা করার সুযোগ দেওয়া হয়। সে আবেদনও  করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা বলেছি, মাস্ক পরা নিশ্চিত করতে হবে। আর এ ব্যবসার সঙ্গে যারা জড়িত রয়েছেন, তাদের মধ্যে যারা টিকার আওতায় আসেননি, তাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।’

ইমরান হাসান বলেন, ‘আমরা স্পষ্ট করে বলেছি— আমরা কাস্টমারকে বাধা দিতে  পারবো না। এটা একটা ভোগান্তি হবে এবং এই ভোগান্তি আমরা নিতে পারবো না।’

আগামী ১৩ জানুয়ারি থেকে যেহেতু এই প্রজ্ঞাপন বাস্তবায়ন হবার কথা, তাই অন্তত প্রথম দুটো দিন সেটা পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘এরপর আবারও বসে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী