X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফের বাড়ছে করোনার সংক্রমণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২২, ১৭:৫০আপডেট : ১৪ জুন ২০২২, ১৭:৫০

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা আবারও ধীর ধীরে বাড়ছে। শনাক্তের হার শূন্য দশমিক পাঁচ শতাংশ ছিল। এখন সেটা প্রায় ২ শতাংশের ওপরে। প্রতিদিন ৩০-৩৫ জন করে সংক্রমিত হতো। এখন সেটি শতাধিক। আমি মনে করি টেস্ট বেশি করলে সংক্রমণের হার আরও বেশি পাওয়া যাবে। মঙ্গলবার (১৪ জুন) আইসিডিডিআর,বির মিলনায়তনে মুজিব শতবর্ষ উপলক্ষে নারী গবেষকদের গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, হাসপাতালে তেমন রোগী নেই। সারাদেশের হাসপাতালে ২০ জন রোগীও নেই। আশার বিষয় কোনও মৃত্যু নেই। কিন্তু সংক্রমণের হার যদি বেড়ে যায় হাসপাতালের রোগীর সংখ্যাও বাড়বে, মৃত্যুর সংখ্যাও বাড়বে। সেজন্য আমি সবাইকে বলবো স্বাস্থ্যবিধি মেনে সব কাজ করতে। মাস্ক পড়তে হবে, হ্যান্ড স্যানিটাইজ করতে হবে, সামাজিক দূরত্ব যতটুকু সম্ভব বজায় রাখতে হবে। যারা টিকা নেয়নি তারা যেন টিকা নিয়ে নেয়। আমরা বুস্টার ডোজের ক্যাম্পেইন করছি। এখনও অনেক মানুষের বুস্টার ডোজ নেওয়া বাকি আছে। আমরা আড়াই কোটি মানুষকে বুস্টার ডোজ দিয়েছি। আমরা চাই যারা দুই ডোজ নিয়েছেন তারা প্রত্যেকেই বুস্টার ডোজ নেওয়ার জন্য এগিয়ে আসেন।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, আমাদের দেশে নারীর ক্ষমতায়ন অনেক ভাবেই হয়েছে। তবে আরও প্রয়োজন আছে। আমরা মেডিক্যালে আবেদন যে পাই সেখানে ৭৫ শতাংশই নারী। নারীরা পিছিয়ে নেই তারা এগিয়ে যাচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, আমরা এখন মাস্ক পড়ি না। সামাজিক দূরত্ব নাই। সবকিছু খুলে দেওয়া হয়েছে। স্কুল, কলেজ বাজারঘাট কাজকর্ম সব আগের নিয়মে চলে এসেছে। সেজন্য করোনা কিছুটা বাড়তি। পাশাপাশি বিভিন্ন দেশে করোনা বাড়ছে। এটাও আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন দেশ থেকে লোক আসে তারাও করোনা নিয়ে আসে। তারা টিকাপ্রাপ্ত তাই আরটি পিসিআর টেস্ট করা লাগে না। সেজন্য আমরা ডিটেক্ট করতে পারি না। ওটার কারণে করোনা কিছুটা বাড়তে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। যদি দেখি অন্যান্য দেশে আরও বাড়ছে তাহলে আগের সেই টেস্ট করে আসার নিয়ম আবার জারি করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, অধ্যাপক টি এ চৌধুরী, আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ, ভারপ্রাপ্ত  সিনিয়র পরিচালক ডা. ফেরদৌস কাদরী প্রমুখ।

 

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা