X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
বিশ্ব দৃষ্টি দিবস

রেটিনার ক্যানসার নিয়ে উদ্বেগ

সাদ্দিফ অভি
১৩ অক্টোবর ২০২২, ০৯:০০আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৪:৩৯
স্কুলপড়ুয়া শিক্ষার্থী সিহাবের জন্মের পর থেকে তিন মাস পর্যন্ত চোখ স্বাভাবিক ছিল। চতুর্থ মাস থেকে তার বাবা-মা খেয়াল করেন, ছেলের বাম চোখ হালকা ট্যারা, যাকে সহজ বাংলায় লক্ষ্মী ট্যারাও বলা হয়। এরপরের মাসে দেখা গেলো— অন্ধকারে তার চোখ বিড়ালের চোখের মতো জ্বলজ্বল করছে। ডান চোখ দিয়ে ইশারা করতে পারলেও বাম চোখ দিয়ে ইশারা করতে পারছে না। তখন তার বাবা-মা বুঝতে পারেন, সিহাব বাম চোখে দেখতে পায় না। চিকিৎসক পরীক্ষা করে জানান, এটি ‘রেটিনোব্লাস্টোমা’ বা চোখের ক্যানসার। চিকিৎসার একপর্যায়ে তার জীবন বাঁচাতে বাম চোখটি ফেলে দিতে হয়।

শিশুদের চোখের সমস্যার মধ্যে সবচেয়ে মারাত্মক হলো ‘রেটিনোব্লাস্টোমা’। এটি মূলত ক্যানসার, যা রেটিনাকে ক্ষতিগ্রস্ত করে। তবে সবার এ ধরনের রোগ হয় না। ১৫ থেকে ১৮ হাজার শিশুর মধ্যে হয়তো একজন এই ধরনের ক্যানসারে আক্রান্ত হয়। বংশগত কারণেও হতে পারে এই রোগ। পরিবারে কারও এই রোগ থাকলে আক্রান্ত হওয়ার আশঙ্কা ৫০ শতাংশ বেশি। দেশে কী পরিমাণ এ ধরনের রোগী আছে, কিংবা রেটিনোব্লাস্টোমায় আক্রান্ত হয়েছে, তার সঠিক কোনও তথ্য কারও কাছে নেই।

তবে ২০১৯ সালে ভারতীয় এক গবেষণা প্রবন্ধ থেকে জানা গেছে, বিশ্ব জনসংখ্যার ৪৩ শতাংশ রোগী আছে এশিয়া মহাদেশের ছয়টি দেশে। ভারত, চীন, ইন্দোনেশিয়া, পাকিস্তান ছাড়াও বাংলাদেশে এই রোগীর সংখ্যা ছিল ১৮৪ জন। সবচেয়ে বেশি রোগী ছিল চীনে, এক হাজারেরও বেশি। আগে বাংলাদেশে চিকিৎসা না থাকলেও এখন উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে বলে জানিয়েছে অপথালমোলজি সোসাইটি অব বাংলাদেশ।

এই প্রেক্ষাপটে আজ (১৩ অক্টোবর) পালিত হচ্ছে, ‘বিশ্ব দৃষ্টি দিবস’। বিশ্ব দৃষ্টি দিবস প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, বৈশ্বিক প্রেক্ষাপটে অন্ধত্ব এবং চোখের বিকলতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বজুড়ে পালন করা হয়। ২০০০ সালে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আয়োজিত ‘সাইট ফার্স্ট ক্যাম্পেইনের’ ফলশ্রুতিতে এই দিবসের শুরু হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিজের চোখকে ভালোবাসুন।’

অপথালমোলজি সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব বিএসএমএমইউ’র চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা চক্ষু চিকিৎসক সমিতির পক্ষ থেকে এবছর চোখের ক্যানসার বিষয়ে অভিভাবক এবং রোগীদের সচেতন করতে চাচ্ছি। আমাদের দেশে এখন পর্যন্ত কোনও সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই এই রোগের। তবে ভারতীয় কিছু গবেষণার তথ্যের পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি, আমাদের দেশে যেটি প্রধানত দেখা যায় সেটি হচ্ছে ‘রেটিনোব্লাস্টোমা’। এটি হচ্ছে রেটিনার একটি ক্যানসার। এই রোগে শিশুরা সবচেয়ে বেশি ভোগে। দুই থেকে তিন বছরের শিশুদের মধ্যে এই রোগ দেখা দেয়। তবে পাঁচ বছর বয়সেও হতে পারে, আবার ছয় মাসেও হতে পারে। যেহেতু ক্যানসার সেহেতু অধিকাংশকেই বাঁচানো যায় না। তবে ইদানীং আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত হওয়ায় এর চিকিৎসা আমরা দিতে পারছি।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসার ফলে জীবন শুধু বেঁচে যাচ্ছে না, চোখও বাঁচানো যাচ্ছে। বিএসএমএমইউতে ক্যানসার বিভাগের সঙ্গে মিলে আমরা শিশুদের চিকিৎসা দেই। এই রোগ শনাক্তে ক্লিনিক্যাল টেস্টের প্রয়োজন হয়। আমরা দেখলেই বুঝি এটা ক্যানসার। তাছাড়া আলট্রাসনোগ্রামের মতো একটি পরীক্ষা আছে, আবার সিটিস্ক্যান করেও এটি শনাক্ত করা যায়। এটি শনাক্ত করা খুব সহজ।’

 
 
 
 
/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
শিশুদের ক্যানসার হয়, সেটি অনেকে জানে না: বিএসএমএমইউ উপাচার্য
অন্য দেশের ‘না’, ভুটানের রোগীকে সুস্থ করলো বাংলাদেশ
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা