X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

৫১ জেলায় নতুন রোগী শূন্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২২, ১৭:৩৯আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৭:৪৩

দেশে করোনা মহামারির সংক্রমণ কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময়ে শনাক্ত হয়েছেন ৬২ জন, যা কিনা মহামারির শুরুর দিকের চিত্র সামনে নিয়ে এলো।

শনিবার (১৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে মাত্র এক জেলায়, এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ১২ জেলায়, আর দেশের ৫১ জেলাতেই নতুন করে কেউ শনাক্ত হয়নি।

অধিদফতরের তথ্যানুযায়ী, দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায়, ৩৫ জন। এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগের গাজীপুর, গোপালগঞ্জ ও নরসিংদী, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজর ও চাঁদপুর, রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, রংপুর বিভাগের দিনাজপুর, খুলনা বিভাগের যশোর ও মেহেরপুর, আর সিলেট বিভাগের সিলেট জেলায়।

দেশের বাকি ৫১ জেলায় কেউ শনাক্ত হয়নি।

দেশে এখন করোনা পরিস্থিতি স্বস্তিদায়ক ও স্বাভাবিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

তবে এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগার উপায় নেই জানিয়ে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক রোবেদ আমিন জানিয়েছেন, করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া আর কোনও উপায় নেই। দীর্ঘদিন আমাদের এগুলো মেনে চলতে হবে।

এখনই মাস্ক খুলে ফেলার মতো পরিস্থিতি হয়নি জানিয়ে অধ্যাপক রোবেদ আমিন বলেন, ‘আমরা দেখেছি ইতোমধ্যে অনেকেই ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তারা ভাবছেন, এর প্রভাব কমে গিয়েছে। রোগী শনাক্ত এবং নমুনা পরীক্ষা কমে গিয়েছে। এরজন্য অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছেন না, বা মাস্ক খুলে ফেলার পেছনে যুক্তি দিচ্ছেন।’

কিন্তু ভাইরাসের মিউটেশন হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘ভাইরাসের এখনও ইভোল্যুশন হচ্ছে। আবারও নতুন করে কোনও ভ্যারিয়েন্ট আসবে কিনা, সে শঙ্কাটা থেকেই যাচ্ছে। ওমিক্রনের যেসব নতুন নতুন উপধরন বিএ.২ বা অন্য কিছু, তা চলে আসার সম্ভাবনা থাকবে।’

আমাদের যেসব রিস্কি গ্রুপগুলো আছে ডায়াবেটিস, হাইপার টেনশন, ক্যান্সারের রোগী স্টেরয়েড পাচ্ছেন, তাদের ক্ষেত্রে ওমিক্রনও সিরিয়াস আক্রান্ত করতে পারে, বলেন অধ্যাপক রোবেদ আমিন।

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে থাকবো: প্রধানমন্ত্রী
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে থাকবো: প্রধানমন্ত্রী
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট