X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সৈয়দপুর বিমানবন্দর হয়ে উঠবে আঞ্চলিক এয়ারপোর্ট

জার্নি রিপোর্ট
২১ জুলাই ২০১৮, ১৮:৪২আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৮:৪৯

সৈয়দপুর বিমানবন্দরের বহির্ভাগ (ফাইল ছবি) রংপুর বিভাগের অধীনে সৈয়দপুর বিমানবন্দর উত্তরবঙ্গের একমাত্র বিমানবন্দর। শুধু অভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য ব্যবহার করা হয় এটি। তবে এই বিমানবন্দরকে আঞ্চলিক এয়ারপোর্ট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক বিমান চলাচলের উপযোগী হয়ে উঠবে সৈয়দপুর বিমানবন্দর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের সৈয়দপুর এয়ারপোর্ট হবে আঞ্চলিক এয়ারপোর্ট।’ শনিবার (২১ জুলাই) বিকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তিনি এই প্রতিশ্রুতি দেন। দেশের উন্নয়ন ও অর্জনে অনন্য সাফল্যের জন্য তাকে আওয়ামী লীগের পক্ষ থেকে সেখানে গণসংবর্ধনা দেওয়া হয়।
দেশে এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও রয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর, বরিশাল বিমানবন্দর, যশোর বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দর।
শনিবারের গণসংবর্ধনায় প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, ‘আমরা প্রথমবার ক্ষমতায় এসে চট্টগ্রাম ও সিলেট এয়ারপোর্টকে আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসেবে প্রতিষ্ঠা করে গিয়েছিলাম।’ এরপর তিনি বলেন, ‘আমাদের সৈয়দপুর, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশালসহ প্রতিটি এয়ারপোর্টকে উন্নত করবো। এগুলোর মান-মর্যাদা বৃদ্ধি করবো, যাতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়।’

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কথায়, ‘আমাদের বিমান বহর ধ্বংসপ্রাপ্ত ছিল। ইতোমধ্যে আমরা নতুন বিমান কিনেছি। আরও সাতখানা বিমান ক্রয় করবো আমরা। যা আন্তর্জাতিক, আঞ্চলিক ও অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে।’
এদিকে খুলনা শহরের খুব কাছে খান জাহান আলী বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর বক্তব্যে এ বিষয়ে কোনও আশ্বাস শোনা যায়নি।

দেশের অন্যান্য বিমানবন্দরের মধ্যে তেজগাঁও বিমানবন্দর, ফেনী বিমানবন্দর ও ঈশ্বরদী বিমানবন্দর থাকলেও তা এখন যাত্রী পরিবহনের ফ্লাইট ওঠানামার ক্ষেত্রে ব্যবহার হয় না।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
উজবেকিস্তানে সরাসরি ফ্লাইট চালাবে বিমান
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
সর্বশেষ খবর
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা