X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সেন্টমার্টিনে ভালোবাসার সাগরে ভ্রমণপ্রেমীরা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৬

সেন্টমার্টিন সৈকতে পর্যটকদের ভিড় বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জন ও কাছের মানুষদের সঙ্গে সেন্টমার্টিনে সাগরের ঢেউয়ে গা ভাসাচ্ছেন দেশি-বিদেশি ভ্রমণপিপাসুরা। ভ্যালেন্টাইনস ডে উদযাপনে তাদের পদচারণায় মুখর এই প্রবাল দ্বীপ। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন তারা। তাই সৈকতে এখন উপচেপড়া ভিড়।

পহেলা ফাল্গুনে সকাল থেকে টেকনাফ দমদমিয়া জাহাজঘাট এলাকা দিয়ে সাতটি জাহাজে চড়ে দেশি-বিদেশি হাজারও পর্যটক সেন্টমার্টিনে আসতে শুরু করেন। এগুলো হলো— কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ডাইন, এমভি ফারহান, গ্রিন লাইন, বে ক্রুজ, আটল্যান্টিক ক্রুজ ও এলসিটি কাজল।

কেয়ারি সিন্দাবাদ জাহাজের ইনচার্জ মো. শাহ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষে পর্যটকদের মধ্যে সেন্টমার্টিনে বেড়ানোর ব্যাপক কৌতূহল। আমাদের জাহাজে আগাম বুকিং রয়েছে।’

দ্বীপের বাসিন্দারা জানান, ভালোবাসা দিবস ও সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) পাশাপাশি পেয়ে যাওয়ায় বেড়ানোর সুযোগ পেয়ে দ্বীপটিতে ভিড় করছেন ভ্রমণপ্রেমীরা। বিপুলসংখ্যক পর্যটকের পাশাপাশি স্থানীয়রাও ভিড় করেছেন সৈকতে। কেউ সমুদ্রস্নানে মেতেছেন, কারওবা সময় কাটছে বালিয়াড়িতে। অনেকে একে অপরকে ফুল ও উপহার দেন।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নূর আহমদ বাংলা ট্রিবিউনকে জানান, দ্বীপে ছোট-বড় শতাধিক আবাসিক হোটেল ও কটেজ রয়েছে। ভালোবাসা দিবস উপলক্ষে এগুলোর প্রায় সবই ভাড়া হয়েছে। সব মিলিয়ে পর্যটকদের ঢল নেমেছে বলা যায়।

শুধু কপোত-কপোতিরা নয়, মা-বাবা-ভাই-বোন, সন্তানসহ পরিবারের সবাইকে ভালোবাসার দিন আজ। রাজধানীর উত্তরা থেকে বেড়াতে এসেছেন মাসুদ ও লাভলী জুটি। আনন্দ-উচ্ছ্বলতায় দারুণ সময় কাটছে বলে জানান তারা। চাকরিজীবী মাহমুদুর রহমান ও তার স্ত্রী রানু আরা বেগমের কথায়, ‘এই দ্বীপের সৈকতে ঢেউয়ের সঙ্গে মিতালির অনুভূতি অন্যরকম। মনে প্রশান্তি কাজ করছে এখানে বেড়িয়ে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষে সেন্টমার্টিনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনও পর্যটক যেন হয়রানির শিকার না হন সেদিকে সজাগ আছি আমরা।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস