X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞার পরও ঝুলন্ত সেতু দিয়ে ঝুঁকিতে চলাচল

রাঙামাটি প্রতিনিধি
২৬ জুলাই ২০১৯, ২১:০০আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২১:২০

পানির নিচে সেতু, তবু ঝুঁকি নিয়ে চলাচল (ছবি– প্রতিনিধি)

টানা বৃষ্টিতে রাঙামাটির কাপ্তাই লেকের পানি অস্বাভাবিক বেড়ে ঝুলন্ত সেতু তলিয়েছে। এ কারণে ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত এ সেতু দিয়ে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকি নিয়েই পর্যটকরা চলাচল করছেন। এতে যেকোনও সময়েই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

গত ১৬ জুলাই বিকালে পানিতে তলিয়ে যায় ঝুলন্ত সেতু। এর পরদিনই সেতুতে পর্যটক ও জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞার নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করেই হাঁটুসমান পানিতে তলিয়ে থাকা সেতু দিয়ে পর্যটকরা চলাচল করছেন।

স্থানীয়রা জানান, প্রতিবছরই ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে যায়। এতে সেতু দিয়ে পর্যটক ও স্থানীয় জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এবার কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আরোপের পরও পর্যটকরা তা মানছেন না। এতে যেকোনও সময় সেতুর পাটাতন ভেঙে বা পা পিছলে পানিতে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।

হাঁটুসমান পানি ভেঙে ঝুলন্ত সেতু দিয়ে চলাচল (ছবি– প্রতিনিধি)

খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার থেকে কাপ্তাই বাঁধের সব ক’টি জল-কপাট বন্ধ করে দেওয়া হয়। এতে হ্রদের পানি কমার অবস্থা না থাকায় সেতু আরও কয়েকদিন পানির নিচে থাকবে।

কয়েকজন পর্যটকের সঙ্গে আলাপে জানা যায়, দুর দুরান্ত থেকে রাঙামাটির সৌন্দর্য দেখতে এসেছেন তারা। কিন্তু এখানে এসে দেখতে পান, ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে আছে। তবু সেতু দিয়ে চলাচলের লোভ সামলাতে পারছেন না।

রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, ‘আমরা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে নোটিশ দিয়েছি। তা অমান্য করে পর্যটকরা সেতু দিয়ে চলাচল করছেন। কেউ যদি নিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে, তাতে দুর্ঘটনার দায়ভারও তার।’

চলাচলে নিষেধাজ্ঞার নোটিশ (ছবি– প্রতিনিধি)

কর্ণফুলী জল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, ‘গত বুধবার থেকে কাপ্তাই বাঁধের ১৬টি জল-কপাট বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ১০৬ দশমিক ৪ এমএসএল।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?