X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বৈরী আবহাওয়া উপেক্ষা করে সুন্দরবনের করমজলে ভ্রমণপ্রেমীরা

আবুল হাসান, মোংলা
০৬ জুন ২০১৯, ২১:৫৩আপডেট : ০৬ জুন ২০১৯, ২২:২৩

করমজলে ভ্রমণপিপাসুরা ঈদের ছুটিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সুন্দরবনের করমজলে বেড়াতে এসেছেন ভ্রমণপ্রেমীরা। ঈদ আনন্দ বলে কথা! দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের আনাগোনায় এখন মুখর বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের দর্শনীয় স্পটগুলো। তাদের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন বনপ্রহরীরা।

বনবিভাগ বলছে— সুন্দরবন দেখতে প্রতিকূল আবহাওয়ার মধ্যে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, নেত্রকোনা, যশোর ও সাতক্ষীরাসহ দূর-দুরান্ত থেকে ভ্রমণপিপাসুরা আসছেন। আবহাওয়া এর চেয়ে খারাপ না হলে আরও কয়েকদিন ধরে তাদের ভিড় থাকবে। তাদের নির্বিঘ্নে ঘোরাঘুরির জন্য আছে বনপ্রহরীদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

ঈদের দিন খুব একটা ভিড় না থাকলেও আজ বৃহস্পতিবার (৬ জুন) থেকে পর্যটক সমাগম বেড়েছে করমজলে। এছাড়া হাড়বাড়িয়া, হিরণ পয়েন্ট, কটকা, কচিখালীসহ অন্যান্য পর্যটন স্পটে তাদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে বনের কাছাকাছি ও যাওয়া-আসার ক্ষেত্রে সুবিধাজনক হওয়ায় করমজল সবসময়ই বেশি ভিড় থাকে।

পূর্ব সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈরী আবহাওয়ার মধ্যেও পর্যটকরা সুন্দরবন ভ্রমণে আসছেন। এবার ঈদের ছুটিটা যেহেতু লম্বা, তাই আবহাওয়া মোটামুটি ভালো থাকলে আগামী আরও কয়েকদিন ধরে ভ্রমণপ্রেমীদের ভিড় থাকবে করমজলে।’

করমজলে ভ্রমণপিপাসুরা জানা গেছে, কেউ কেউ সুন্দরবনে প্রথমবার এসেছেন। তাই তাদের মধ্যে আগ্রহ ও উদ্দীপনা আলাদাভাবে চোখে পড়েছে। সুন্দরবনের আকর্ষণটাই আলাদা। তাই কেউ এসেছেন দ্বিতীয়-তৃতীয়বারের মতো। বনের সবচেয়ে আকর্ষণীয় স্পটে করমজলে কেউ এসেছেন বন্ধু-বান্ধবদের সঙ্গে, কেউবা সপরিবারে। ছোট-বড় সবাই প্রকৃতির অপরূপ দৃশ্যে মুগ্ধ। করমজলে আছে হরিণ, বানর, কুমির, কচ্ছপসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী।

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলার পশুর চ্যানেল দিয়েই প্রবেশ করতে হয় সুন্দরবনে। পশুর নদীর দু’পাশ জুড়ে সুন্দরবন। এ নদীতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী বিদেশি জাহাজগুলো আকৃষ্ট করে দর্শনার্থীদের।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা