X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সবচেয়ে জনপ্রিয় থিম পার্কের র‌্যাংকিংয়ে ডিজনির রাজত্ব

জার্নি ডেস্ক
১০ জুন ২০১৯, ১৩:১৭আপডেট : ১০ জুন ২০১৯, ১৩:১৭

ম্যাজিক কিংডম বিশ্বজুড়ে চিত্তবিনোদনের সবচেয়ে জনপ্রিয় থিম পার্কের র‌্যাংকিং শাসন করে ডিজনি। থিমড এন্টারটেইনমেন্ট অ্যাসোসিয়েশনের (টিইএ) ২০১৮ সালের থিম ইনডেক্সে একই চিত্র। এতে শীর্ষে আছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় লেক বুয়েনা ভিস্টার ম্যাজিক কিংডম। গত বছর এই থিম পার্কে ২ কোটি ৯ লাখ দর্শনার্থীর পা পড়েছে। ২০১৭ সালের চেয়ে এই সংখ্যা ২ শতাংশ বেশি।

সবচেয়ে জনপ্রিয় থিম পার্কের তালিকায় ডিজনির জয়জয়কার। সেরা ২৫টির মধ্যে ১২টিই তাদের! ম্যাজিক কিংডম ছাড়া বাকিগুলো হলো ফ্লোরিডার ডিজনি’স অ্যানিমেল কিংডম, এপকট ও ডিজনি’স হলিউড স্টুডিওস, ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড পার্ক ও ডিজনি ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চার, চীনের সাংহাই ডিজনিল্যান্ড, টোকিও ডিজনি রিসোর্টের টোকিও ডিজনিল্যান্ড ও টোকিও ডিজনি সি, হংকং ডিজনিল্যান্ড, ফ্রান্সের ডিজনিল্যান্ড পার্ক ও ওয়াল্ট ডিজনি স্টুডিওস পার্ক। এসব থিম পার্কে সব বয়সীদের ভিড় থাকে সারাবছর।

১৯৫৫ সালে ক্যালিফোর্নিয়ার আনাহাইমে ডিজনিল্যান্ড স্থাপনের মধ্য দিয়ে নিজের থিম পার্ক সাম্রাজ্য চালু করেন ওয়াল্ট ডিজনি। সেখানে গত মাসের শেষপ্রান্তে যুক্ত হয়েছে স্টার ওয়ারস: গ্যালাক্সি’স এজ। আগস্টে এটি উন্মুক্ত হবে ফ্লোরিডায়। ফলে এ বছর আরও বিপুলসংখ্যক দর্শনার্থী ডিজনির থিম পার্কে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

গত বছর ডিজনির পার্কগুলোতে গিয়েছিল ১৫ কোটি ৭৩ লাখ দর্শনার্থী। তালিকার দুই নম্বরে থাকা মারলিন এন্টারটেইনমেন্টস গ্রুপের থিম পার্কগুলো ২০১৮ সালে পেয়েছে ৬ কোটি ৭০ লাখ দর্শনার্থী। চার নম্বরে জায়গা নেওয়া ইউনিভার্সাল পার্ক অ্যান্ড রিসোর্টসে ৫ কোটি দর্শনার্থীর পা পড়েছে।

সবচেয়ে জনপ্রিয় ২৫ থিম পার্কে সব মিলিয়ে ২৫ কোটি ২০ লাখ দর্শনার্থী ঘুরেছে গত বছর। ২০১৭ সালের চেয়ে এই সংখ্যা ৩ দশমিক ৩ শতাংশ বেশি। এছাড়া বিশ্বব্যাপী বড় থিম পার্কগুলোতে লোকজনের উপস্থিতি বেড়েছে ৪ শতাংশ।

ডিজনিল্যান্ড পার্ক, ক্যালিফোর্নিয়া ২০১৮ সালের দর্শনার্থী সংখ্যায় বিশ্বের শীর্ষ ২৫ থিম পার্ক
১. ম্যাজিক কিংডম, ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড, লেক বুয়েনা ভিস্টা, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র : (২ কোটি ৯ লাখ দর্শনার্থী)
২. ডিজনিল্যান্ড পার্ক, ডিজনিল্যান্ড রিসোর্ট, আনাহাইম, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র (১ কোটি ৮৭ লাখ)
৩. টোকিও ডিজনিল্যান্ড, টোকিও ডিজনি রিসোর্ট, জাপান (১ কোটি ৭৯ লাখ)
৪. টোকিও ডিজনি সি, টোকিও ডিজনি রিসোর্ট, জাপান (১ কোটি ৪৭ লাখ)
৫. ইউনিভার্সাল স্টুডিওস জাপান, ওসাকা, জাপান (১ কোটি ৪৩ লাখ)
ডিজনি’স অ্যানিমেল কিংডম, ফ্লোরিডা ৬. ডিজনি’স অ্যানিমেল কিংডম, ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড, লেক বুয়েনা ভিস্টা, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র (১ কোটি ৩৮ লাখ)
৭. এপকট, ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড, লেক বুয়েনা ভিস্টা, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র (১ কোটি ২৪ লাখ)
৮. সাংহাই ডিজনিল্যান্ড, চীন (১ কোটি ১৮ লাখ)
ডিজনি’স হলিউড স্টুডিওস, ফ্লোরিডা ৯. ডিজনি’স হলিউড স্টুডিওস, ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড, লেক বুয়েনা ভিস্টা, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র (১ কোটি ১৩ লাখ)
১০. চিমেলং ওশান কিংডম, হেংকিন, চীন (১ কোটি ৮ লাখ)
১১. ইউনিভার্সাল স্টুডিওস ফ্লোরিডা, ইউনিভার্সাল অরল্যান্ডো রিসোর্ট, যুক্তরাষ্ট্র (১ কোটি ৭ লাখ)
ডিজনি ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চার ১২. ডিজনি ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চার, ডিজনিল্যান্ড, আনাহাইম, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র (৯৯ লাখ)
১৩. ডিজনিল্যান্ড পার্ক, ডিজনিল্যান্ড প্যারিস, মার্ন-লা-ভালে, ফ্রান্স (৯৮ লাখ)
১৪. ইউনিভার্সাল’স আইল্যান্ডস অব অ্যাডভেঞ্চার, ইউনিভার্সাল অরল্যান্ডো রিসোর্ট, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র (৯৮ লাখ)
১৫. ইউনিভার্সাল স্টুডিওস হলিউড, ইউনিভার্সাল সিটি, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র (৯১ লাখ)
হংকং ডিজনিল্যান্ড ১৬. হংকং ডিজনিল্যান্ড (৬৭ লাখ)
১৭. লট্টে ওয়ার্ল্ড, সিউল, দক্ষিণ কোরিয়া (৬০ লাখ)
১৮. নাগাশিমা স্পা ল্যান্ড, কুয়ানা, জাপান (৫৯ লাখ)
১৯. এভারল্যান্ড, জিওঙ্গি-ডো, দক্ষিণ কোরিয়া (৫৯ লাখ)
২০. ওশান পার্ক, হংকং (৫৮ লাখ)
২১. ইউরোপা-পার্ক, রাস্ট, জার্মানি (৫৭ লাখ)
২২. এফটেলিং, কাটশিউভেল, নেদারল্যান্ডস (৫৪ লাখ)
ওয়াল্ট ডিজনি স্টুডিওস পার্ক, ডিজনিল্যান্ড প্যারিস ২৩. ওয়াল্ট ডিজনি স্টুডিওস পার্ক, ডিজনিল্যান্ড প্যারিস, মার্ন-লা-ভালে, ফ্রান্স (৫৩ লাখ)
২৪. টিভোলি গার্ডেনস, কোপেনহেগেন, ডেনমার্ক (৪৯ লাখ)
২৫. চিমেলং প্যারাডাইস, গুয়াংজু, চীন (৪৭ লাখ দর্শনার্থী)

সূত্র: সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!