X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভিয়েতনামে পর্যটকদের জন্য হেলিকপ্টার ফ্লাইট

জার্নি ডেস্ক
১৩ জুন ২০১৯, ১২:০০আপডেট : ১৩ জুন ২০১৯, ১২:০০

ভিয়েতনামে পর্যটকদের জন্য হেলিকপ্টার ফ্লাইট ভিয়েতনামে যাওয়া বেশিরভাগ পর্যটক অপূর্ব হালং বে’র জলের ওপর নৌ-যানে ভেসে বেড়ান। এবার আকাশে উড়ে সেখানকার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে। ভ্রমণপিপাসুদের জন্য নর্দার্ন ভিয়েতনাম হেলিকপ্টার কোম্পানি চালু করেছে বেশ কয়েকটি পর্যটন ফ্লাইট। এটি হলো ভিয়েতনাম হেলিকপ্টার করপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান।

জানা গেছে, হেলিকপ্টারে তিনটি ভিন্ন প্যাকেজে হালং বে এলাকা দেখা যাচ্ছে। সবচেয়ে সস্তা হলো ১২ মিনিটের ট্যুর। এর ভাড়া জনপ্রতি ১২৫ মার্কিন ডলার (১১ হাজার টাকা)। এই প্যাকেজে ছয়টি পর্যটন স্পটের ওপর দিয়ে হেলিকপ্টার উড়বে। এর মধ্যে উল্লেখযোগ্য তিয়েন কুঙ গুহা, তিতপ দ্বীপ ও বাই তু লং বে।

হালং বে’র ওপর হেলিকপ্টার সবচেয়ে ব্যয়বহুল ট্যুরের ব্যাপ্তি ৪০ মিনিট। এটি উপভোগের জন্য গুনতে হবে ৩৯৬ মার্কিন ডলার (৩৪ হাজার টাকা)। টাকা বেশি খরচ হলেও হালং বে’র ১৭টি ভিন্ন ভিন্ন স্পট হেলিকপ্টারে বসে দেখার সুযোগ মিলবে।

হালং বে’র ওপর হেলিকপ্টার ১৯৯৪ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয় হালং বে। ১ হাজার ৬০০টিরও বেশি চুনাপাথরের দ্বীপ আর ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমন্বয় আছে এতে।

বেল ৫০৫ মডেলের হেলিকপ্টার বেল ৫০৫ মডেলের দুটি হেলিকপ্টারে ‘হালং বে সিনিক ফ্লাইট’ সেবা দেওয়া হচ্ছে। এতে চড়তে হলে ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে ১৭০ কিলোমিটার দূরে তুয়ান চাও দ্বীপে যেতে হবে ভ্রমণপ্রেমীদের। সেখান থেকেই ফ্লাইট ছাড়ে ও বেড়ানো শেষে ফিরে আসে। প্রতিটিতে তিন জন করে বসতে পারে।

হালং বে দেখার দর্শনীয় ফ্লাইট হালং বে’র মনোমুগ্ধকর প্রকৃতি দেখতে হেলিকপ্টারে বড়সড় জানালা আছে। ভ্রমণবিলাসীদের সামনে মুখ করে ফ্লাইটে বসতে হয়।

হালং বে’র ওপরে পর্যটকদের নিয়ে বেড়ানো হেলিকপ্টারে সংশ্লিষ্টরা তবে এটাই ভিয়েতনামে দর্শনীয় স্থান দেখার প্রথম ফ্লাইট কার্যক্রম নয়। হালং বে দেখতে হেলিকপ্টার সেবা দিচ্ছে হাই আও এভিয়েশন। হ্যানয়ের বাইরে ভিয়েতনামের প্রথম বাণিজ্যিক সামুদ্রিক বিমান সেবা শুরু করে এই প্রতিষ্ঠান।
হাই আও এয়ারলাইনসের ফ্লাইট থেকে দেখা হালং বে হাই আও এভিয়েশনের ফ্লাইট তুয়ান চাও আইল্যান্ড মেরিনায় উড্ডয়ন ও অবতরণ করে। ২৫ মিনিটের এই ট্যুরে মৌসুম অনুযায়ী ১০২ থেকে ১২০ মার্কিন ডলার খরচ হয়ে থাকে। দোও বে দ্বীট, কংডা দ্বীপ ও বো হান দ্বীপে নিয়ে যায় তারা।

/জেএইচ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া