X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বাবা ও সন্তানদের একসঙ্গে কাজ করার সুযোগ দিলো ব্রিটিশ এয়ারওয়েজ

জার্নি ডেস্ক
১৬ জুন ২০১৯, ১৮:০১আপডেট : ১৬ জুন ২০১৯, ১৮:২৪

ব্রিটিশ এয়ারওয়েজের কর্মরত বাবা ও সন্তানেরা যুক্তরাজ্যের পতাকাবাহী ব্রিটিশ এয়ারওয়েজ রবিবার (১৬ জুন) বাবা দিবস উদযাপনের জন্য বেশ কয়েকজন কর্মীকে চমকে দিলো। বিমান সংস্থাটিতে কর্মরত বাবা ও তাদের সন্তানরা একটি দীর্ঘযাত্রার ফ্লাইটে একসঙ্গে কাজ করার সুযোগ পেলেন। তবে মাসিক রোস্টার (বিভিন্ন জনের কাজের পালা) দেখার আগে তারা কেউই তা জানতেন না। চমকটা এখানেই।

এয়ারলাইনটির বিভিন্ন কার্যক্রমে বাবা-মেয়ে ও বাবা-ছেলের দলীয় অংশগ্রহণের মাধ্যমে ওই ফ্লাইট ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর উদ্দেশে ছেড়ে যায়। চেক-ইন ডেস্ক থেকে গেট এজেন্টস, অপারেশনস ম্যানেজার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পদে কর্মরত ছিলেন তারা। এরপর বিভিন্ন পরিবারের বাবা-সন্তান জোড় বেঁধে পাইলট ও কেবিন ক্রু হিসেবে ‘ব্রাভো আলফা পাপা’ কোডনেমের ফ্লাইটটি পরিচালনা করেন। তাদের কেউই এর আগে একসঙ্গে কাজ করার সুযোগ পাননি। রোস্টার অনুযায়ী ভিন্ন ভিন্ন ফ্লাইটে দায়িত্ব পালন করে থাকেন তারা।

ব্রিটিশ এয়ারওয়েজের হেড অব মিক্সড-ফ্লিট কেবিন ক্রু ইয়ান রোমানিস বলেন, ‘আমাদের দলের বাবাদের পুরস্কৃত করতে পারা দারুণ ব্যাপার, যারা নিজেদের পরের প্রজন্মকে এভিয়েশনে উৎসাহ দিয়েছেন।’

কেবিন ক্রু লয়েস ম্যাকারনেস ও তার বাবা ডেভিড উড়োজাহাজের অভ্যন্তরে কাজ করা সন্তানেরা জানিয়েছেন, এভিয়েশনকে ক্যারিয়ার হিসেবে নিতে যেভাবে বাবার পথ ধরে অনুসরণ করেছেন। ব্রিটিশ এয়ারওয়েজের নারী কেবিন ক্রু লয়েস ম্যাকারনেস জানান, তার বাবা ডেভিড সবসময় তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। লয়েসের কথায়, ‘যাত্রীদের যত্নের প্রতি বাবার আবেগ-অনুরাগ দেখে বেড়ে উঠেছি। এগুলো আমাকে কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করেছে। বাবার সঙ্গে দায়িত্ব পালনের সুযোগ পাওয়া দারুণ ব্যাপার। বহু বছরের ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে তার দেওয়া সেরা কিছু টিপস কাজে লাগিয়েছি।’

কেবিন ক্রু সদস্য অ্যান্ড্রু অবাল ও তার ছেলে স্টুয়ার্ড ক্রেগ ক্রেগ অবালের বাবা কেবিন ক্রু সদস্য অ্যান্ড্রু অবাল বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আলাদা সময়ে আমি ও আমার ছেলে দায়িত্ব পালন করি। তাই বাবা দিবসে একসঙ্গে কাজ করতে পারার আনন্দ জন্মদিন ও বড়দিন উদযাপনের মতো। বাবা দিবস আমাদের জন্য একটু বেশি অর্থবহ। কারণ আমার ছেলেও বাবা হয়েছে। তাই এইদিনে একই ফ্লাইটে ছেলেকে যাত্রীদের সেবা করতে দেখার মুহূর্ত স্পেশাল।’


ব্রিটিশ এয়ারওয়েজের ক্যাপ্টেন মার্টিন এউইন্স ও তার মেয়ে মিক্সড-ফ্লিট ক্রু সদস্য র‌্যাচেল মেয়ের সঙ্গে একই বিমানে কাজ করার আনন্দ জানিয়ে ব্রিটিশ এয়ারওয়েজের ক্যাপ্টেন মার্টিন এউইন্স বলেন, ২০ বছর ধরে আমার মেয়ে বিশ্বের বিভিন্ন দেশে আমাকে উড়তে দেখেছে। তাকে কেবিন ক্রু হতে অনুপ্রাণিত করতে পেরে আমি গর্বিত। এবারই প্রথম আমরা একই ফ্লাইটে কাজ করলাম। এটা পুরোপুরি স্পেশাল অনুভূতি। বাবা-মেয়ের ঊর্ধ্বে দুই দায়িত্বপ্রাপ্ত কর্মী হিসেবে ফ্লাইট পরিচালনা করতে যখন ঢুকছিলাম, তাকে নিয়ে তখন অনেক গর্ব হচ্ছিল। পারিবারিক আবহ নিয়ে সবার মধ্যে উচ্ছ্বাস থাকলেও উড়োজাহাজে পেশাদারিত্ব ছিল সবার ওপরে।’
(বাঁ থেকে) বিমান রক্ষণাবেক্ষণ প্রকৌশলী জেমস ব্রেনান ও তার মেকানিক ছেলে; র‌্যাম্প এজেন্ট স্টিফেন পেলহ্যাম ও তার ছেলে গ্রাউন্ড অপারেশনস এজেন্ট গ্রেগ বিশেষ ফ্লাইটের জন্য দায়িত্ব পালন করা অন্যরা হলেন হিথ্রো বিমানবন্দরের কাস্টমার সার্ভিস এজেন্ট অশোক ও বিশাল শর্মা, বিমান রক্ষণাবেক্ষণ প্রকৌশলী জেমস ব্রেনান ও তার মেকানিক ছেলে, র‌্যাম্প এজেন্ট স্টিফেন পেলহ্যাম ও তার ছেলে গ্রাউন্ড অপারেশনস এজেন্ট গ্রেগ, কাস্টমার সার্ভিস এজেন্টস অ্যান্ড্রু ও র‌্যাচেল কালি, ক্রু সদস্য মার্ক প্যাট্রিজ ও তার বাবা ইন-ফ্লাইট বিজনেস ম্যানেজার নাইজেল, কেবিন সার্ভিস পরিচালক নিক রিস ও তার ছেলে ক্রু সদস্য ডম, কেবিন ক্রু সদস্য স্যাম ডি জিজাস ও তার বাবা জন, মার্টিন ডি গ্রুট ও তার সৎ মেয়ে এমিলি ক্লার্ক। 

হিথ্রো বিমানবন্দরে ভ্রমণকারীদের স্বাগত জানান কাস্টমার সার্ভিস এজেন্ট অশোক ও বিশাল শর্মা সূত্র: ডেইলি মেইল

/জেএইচ/
সম্পর্কিত
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
নারী ক্রুদের পরিচালনায় দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
সর্বশেষ খবর
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়