X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পণ্য ডেলিভারি করতে এসে খাবার উপহার!

নুরুন্নবী চৌধুরী
২৯ ডিসেম্বর ২০১৯, ১৮:৩০আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৪

করিম রিডের নাচ পশ্চিমা বিশ্বে বড়দিন ও গ্রীষ্মকালীন ছুটিতে বিভিন্ন দেশের বাসিন্দাদের অনেকেই বেড়াতে যান অনেকদূরে। তাই এই সময় সাধারণত বাসায় কেউ থাকেন না। তখন নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী বিভিন্ন সামগ্রীর বাক্স দরজার সামনেই রেখে যান ডেলিভারি গাড়িচালক। তাদের যেন খালি হাতে ফিরতে না হয় সেজন্য চার-পাঁচ বছর ধরে ঘরের সামনে খাবার রেখে দিতেন যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট রাজ্যের মিডলটাউনের বাসিন্দা ক্যাথি অওমা। এবারও ব্যতিক্রম হয়নি।

তিন মাস ধরে বিশ্বখ্যাত ই-কমার্স সাইট আমাজনের পণ্য ডেলিভারির কাজ করছিলেন করিম রিড নামের এক ব্যক্তি। এবারের বড়দিনের ছুটির সময় একটি পণ্য ডেলিভারি করতে ক্যাথির বাসার সামনে হাজির হন তিনি। এটি নর্থ ক্যারোলাইনা রাজ্যের উইলমিংটন শহর থেকে ৩০ মাইল দক্ষিণে।

পণ্যের বাক্স দরজার সামনে রাখতে গিয়ে রিডের চোখে পড়ে চেয়ারের ওপর ওরিও বিস্কুট, নোনতা বিস্কুট, পানি ও কোমল পানীয় ভর্তি ঝুড়ি। এতে লেখা, ‘অনুগ্রহপূর্বক ভ্রমণকালে উপভোগের জন্য কিছু খাবার নিয়ে যান। ছুটির দিনে কেনাকাটাকে সহজ করে দেওয়ার জন্য ধন্যবাদ।’

লেখাটি পড়ে আর খাবারের ব্যবস্থা দেখে বিস্মিত রিডের মুখ থেকে বেরিয়ে আসে, ‘বাহ, কী দারুণ ব্যাপার! ভালো লাগছে।’ কাকতালীয় হলো, সেদিন তিনি দুপুরের খাবার সঙ্গে আনতে ভুলে গিয়েছিলেন! চমকে ওঠা এই ডেলিভারি গাড়িচালক তখন আরও বলেছেন, ‘আনন্দের বিষয়, সত্যি খুব সুন্দর।’

ক্যাথির বাসার কলিংবেলের ক্যামেরায় দেখা গেছে, খাবার পেয়ে গাড়ির দিকে ফিরে যেতে যেতে করিম রিড স্বতন্ত্র ঢঙে নেচেছেন। ৫৩ সেকেন্ডের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১ কোটি ৪০ লাখ বার দেখা হয়েছে। এটি ভাইরাল হওয়ায় নেদারল্যান্ডসের আমস্টারডাম, ইংল্যান্ডের লন্ডন ও অস্ট্রেলিয়া থেকে অনেকেই ক্যাথিকে ধন্যবাদ জানান। তাদের কেউ কেউ একইভাবে ডেলিভারি গাড়িচালকদের জন্য উপহার ও খাবার রেখে দেন বলে উল্লেখ করেন।

মজার বিষয় হলো, ক্যাথি তখন ঘরের ভেতরেই ছিলেন। সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে শয্যাশায়ী তিনি। তার কথায়, ‘করিম রিডের উচ্ছ্বাস করার আওয়াজ পেয়েছি। এরপর দিনটা ভালো হয়ে গেলো আমার। মনে হচ্ছিল সেরে উঠেছি!’

ক্যাথি অওমা মনে করেন – শুধু আশেপাশের মানুষ নয়, বরং সারাবিশ্বে মানুষে মানুষে এমন ভালোবাসা ছড়িয়ে দেওয়া যায়।’

তথ্যসূত্র: সিএনএন



/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী