X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নববর্ষের অদ্ভুত কিছু ঐতিহ্য

ইশতিয়াক হাসান
০১ জানুয়ারি ২০২০, ২২:০০আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২২:১৯

নববর্ষ মানেই আনন্দে মেতে থাকা। পুরনোকে ছেড়ে নতুনকে স্বাগত জানানো হয় এই মহোৎসবে। পৃথিবীর সব দেশেই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য দিনটি উপভোগ্য। তবে বিভিন্ন দেশে নতুন বছরকে বরণের ঐতিহ্য একেকরকম। প্রায় সব দেশ নিজস্ব সংস্কৃতি মেনে পালন করে বিশেষ দিনটি। একই দেশে সম্প্রদায় ভেদে নববর্ষ উদযাপনে বৈচিত্র্য দেখা যায়। বিশ্বজুড়ে পালন করা মজার কিছু ঐতিহ্য নিয়ে এই রচনা। দেশভেদে ঐতিহ্যের বৈচিত্র্য যেমন আছে, একইভাবে মজার কিছু রীতি-নীতি চোখে পড়ে। বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়ের এমনই কয়েকটি ব্যতিক্রম ও বিচিত্র ঐতিহ্য তুলে ধরা হলো এখানে।

জাপান
নববর্ষ উদযাপনে জাপানিদের রয়েছে নিজস্ব ঐতিহ্য। তাদের কাছে দিনটি ‘ওমিসোকা’ নামে পরিচিত। জাপানের ঐতিহ্য অনুযায়ী থার্টি ফার্স্ট নাইটে বৌদ্ধ মন্দিরে ঘণ্টা বাজানো হয় এবং তা গুনে গুনে ১০৮ বার। তাদের বিশ্বাস, মানুষের ১০৮টি আকাঙ্ক্ষাই যত কষ্টের কারণ! অর্থাৎ সব নেতিবাচক আবেগ থেকে দূরে থাকতে হবে। জাপানের উৎসবটি সবচেয়ে ভালো উপভোগ করা যায় টোকিওর জোজোজি মন্দিরে।
ডেনমার্কে ভাঙা হয় থালা-পাত্র ডেনমার্ক

অভিনব কায়দায় ইংরেজি নববর্ষ উদযাপনে ডেনমার্কের নাগরিকদের খ্যাতি আছে। এটি শুধু বিচিত্র নয়, বরং কিছুটা বিদঘুটে। এদিন দেশটিতে থালা-পাত্র ভাঙার হিড়িক পড়ে যায়! ঠিকই পড়ছেন। পৃথিবীর বেশিরভাগ দেশে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পার্টি হয়ে থাকে। কিন্তু ডেনমার্কের অধিবাসীরা থালা-পাত্র ভেঙে নতুন বছরকে বরণ করে। থার্টি ফার্স্ট নাইটে তারা অপ্রয়োজনীয় থালা-পাত্র নিয়ে বেরিয়ে পড়ে। এরপর বন্ধুর বাসার দরজার সামনে ভেঙে বেড়ায়! যার দরজায় যত বেশি ভাঙা টুকরো পাওয়া যায়, বুঝতে হবে সে তত জনপ্রিয়।

 

রাশিয়া রাশিয়া
এবার রাশিয়া যাওয়া যাক! সাম্যবাদী শাসনামলে দেশটিতে জাঁকজমক উৎসব তেমন একটা দেখা যেতো না। পরবর্তী সময়ে রুশদের মধ্যে ইংরেজি নববর্ষ উদযাপন বিশেষ ঐতিহ্য হয়ে ওঠে। প্রত্যেকে নতুন বছরের শুভকামনা এক টুকরো কাগজে লিখে রাখে। এরপর এটি আগুনে জ্বালিয়ে এর ভস্ম একটি শ্যাম্পেন ভর্তি গ্লাসে ফেলেন তারা। তারপর তা ঘড়ির কাঁটা রাত ১২টা ঘর পেরিয়ে যাওয়ার আগেই পান করতে হয়।

থাইল্যান্ড

হৈচৈ আর আনন্দময় পার্টির গন্তব্যগুলোর মধ্যে অন্যতম থাইল্যান্ড। নববর্ষ উদযাপনে দেশটির রীতি অনেকটাই ভিন্ন। এটি ‘সংক্রান’ নামে পরিচিত। এর অংশ হিসেবে প্রতি বছরের ১৩ এপ্রিল তারা একে অপরের দিকে পানি ছিটিয়ে উৎসবে মাতেন। এদিন অসংখ্য মানুষকে বালতি ভর্তি পানি নিয়ে রাস্তায় দেখা যায়। এছাড়া থাইল্যান্ডবাসী এই বিশেষ দিনে পরিবারের সঙ্গে সময় কাটায়। তরুণ-তরুণীরা পরিবারের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সাক্ষাৎ করে। এদিন মন্দিরে যাওয়াটাও তাদের গুরুত্বপূর্ণ একটি রীতি।
চীন চীন
প্রতি বছরের ফেব্রুয়ারিতে চীনের চান্দ্র নববর্ষ। এ উপলক্ষে দেশটিতে থাকে বর্ণিল ও আনন্দময় আয়োজন। এর মধ্যে একাধিক ঐতিহ্যবাহী অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ রয়েছে। চীনে নববর্ষ পালনের অনেক ঐতিহ্যের মধ্যে একটি অনেকটা বাংলাদেশে ঈদের সালামি দেওয়া-নেওয়ার মতো। চীনা বর্ষপঞ্জিকার পয়লা দিনে সেলামি দেওয়া হয় লাল খামের ভেতর। বড়রা লাল খামে টাকা রেখে ছোটদের উপহার দেন। চীনের আরেকটি সংস্কৃতি হলো আতশবাজি ফোটানো। তাদের বিশ্বাস, আতশবাজির শব্দ ও আগুনের মাধ্যমে শয়তানের আত্মাকে তাড়ানো যায়। 


সূত্র: টাইমস অব ইন্ডিয়া



/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়