X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সাজেকে ব্যবহৃত প্লাস্টিক জমা দিলে টাকা পাবেন পর্যটকরা!

জার্নি রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২০, ২২:০০আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২২:২৫

প্লাস্টিক বোতল দেশের পর্যটন এলাকার পরিবেশ দূষণ হ্রাস ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবহৃত প্লাস্টিক জমা নেবে ট্যুরিস্ট গ্রুপ ওয়াইল্ড ট্যুরিজম বাংলাদেশ। বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। 

আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারি মেঘের বাড়ি সাজেকে ভ্রমণ আয়োজন করেছে ওয়াইল্ড ট্যুরিজম বাংলাদেশ। সেখানে বেড়াতে যাওয়া পর্যটকরা প্লাস্টিকের একটি মোড়কজাত প্যাকেট জমা দিলে ১ টাকা, দেড় লিটার পর্যন্ত পানির বোতল ২ টাকা, দুই লিটারের পানির বোতল ৩ টাকা এবং ৫ লিটারের পানির বোতল এনে দিলে ৫ টাকা পাবেন।
ওয়াইল্ড ট্যুরিজম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কেফায়েত শাকিল বলেন, ‘বাংলাদেশের পর্যটন সম্ভাবনা ব্যাপক। কিন্তু অসাবধানতার কারণে মানুষের ফেলে রাখা বিভিন্ন উচ্ছিষ্টে পর্যটন কেন্দ্রগুলোর সৌন্দর্য ম্লান হয়ে যাচ্ছে। প্লাস্টিকে চাপা পড়ে বিলীন হচ্ছে সেন্টমার্টিনের প্রবাল। একইভাবে নষ্ট হচ্ছে সমুদ্র ও পাহাড়ের জীববৈচিত্র্য। এ কারণে পর্যটন ও পরিবেশ একে অপরের বিরোধী হয়ে দাঁড়াচ্ছে।’
তবে পরিবেশ ও প্রকৃতি রক্ষার মাধ্যমে দেশের পর্যটনকে আরও সম্ভাবনাময় করার সুযোগ আছে বলে মনে করেন কেফায়েত শাকিল। তার কথায়, ‘পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে পর্যটন কেন্দ্রগুলোসহ সারাদেশের পরিবেশ রক্ষায় জনগণকে সম্পৃক্ত করতে চাই আমরা। পর্যটন কেন্দ্রেই পুরো দেশের সচেতন ও শিক্ষিত মানুষদের মিলনমেলা বসে। তাই আমরা মনে করি, পর্যটকদের মধ্যে যদি প্রাণ ও প্রকৃতি রক্ষায় সচেতনতাবোধ জাগ্রত করা যায় তাহলে সারাদেশে ইতিবাচক প্রভাব পড়তে পারে।’
ওয়াইল্ড ট্যুরিজম বাংলাদেশের পরিচালক (প্রশাসন) মাঈন উদ্দিন আরিফ বলেন, ‘শুধু পরিবেশের সুরক্ষা নয়, ন্যূনতম খরচে পর্যটকদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তা নিশ্চিতে ওয়াইল্ড ট্যুরিজম বাংলাদেশ বদ্ধপরিকর। পাশাপাশি ছড়িয়ে দিতে চাই প্রকৃতি সংরক্ষণের বার্তা।’
গত ৩ জানুয়ারি বিকালে ওয়াইল্ড ট্যুরিজম বাংলাদেশের পরিচালনা পর্ষদের সভায় ব্যবহৃত প্লাস্টিকের বিনিময়ে টাকা দেওয়ার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আরও ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (ট্যুর অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট) বিল্লাল হোসেন সাগর, তানজিনা হোসেন চৈতী (অর্থ ও হিসাব) ও আহসান জোবায়ের (জনসংযোগ)।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী