X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জুলিয়েটের ঘরে ভালোবাসা দিবস উদযাপনের সুবর্ণ সুযোগ!

জার্নি ডেস্ক
২৪ জানুয়ারি ২০২০, ১৯:৪৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৯:৫৪

ইতালির ভেরোনায় জুলিয়েটের বাড়ি ভালোবাসা দিবস ঘনিয়ে আসছে। বিশ্বজুড়ে কপোত-কপোতীরা অন্যরকমভাবে দিনটি উদযাপনের আশায় আছে। তাদের মধ্যে অমর কথাশিল্পী উইলিয়াম শেক্সপিয়রের সৃষ্টিকর্মকে ঘিরে কৌতূহলীদের জন্য এবারের ভালোবাসা দিবস হতে পারে যেকোনও সময়ের চেয়ে স্মরণীয়।

মার্কিন অনলাইন বাজার ও হসপিটালিটি সেবা এয়ারবিএনবি ঘোষণা দিয়েছে, ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকে তুলে ধরা ঐতিহাসিক অট্টালিকায় এক দম্পতিকে রাতে থাকার সুযোগ দেওয়া হবে। জুলিয়েটের বাড়ি হিসেবে এটি বিখ্যাত। জীবনে একবারই এমন সুবর্ণ সময় আসে!

‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকের ভক্ত ও প্রেমিক-প্রেমিকাদের কাছে কাজা দি জুলিয়েত্তা এক অন্যরকম আকর্ষণ। যদিও শেক্সপিয়র কখনও তার লেখায় জুলিয়েটের বাড়ির সঠিক অবস্থান নির্দিষ্টভাবে উল্লেখ করেননি।

ইতালির ভেরোনায় জুলিয়েটের বাড়ি ষোড়শ শতকে ইতালির ভেরোনা শহরের প্রেক্ষাপটে নাটকটি লিখেছিলেন শেক্সপিয়র। গল্পে বাড়িটির চিরচেনা বারান্দায় দাঁড়িয়ে একে অপরের প্রতি ভালোবাসার কথা প্রথম জানিয়েছিল রোমিও আর জুলিয়েট। তাদের অমর প্রেমের গল্প জানে তামাম দুনিয়া। 

প্রতি বছর কাজা দি জুলিয়েত্তায় জুলিয়েটকে উদ্দেশ করে লেখা হাজারও চিঠি আসে। ফলে অলাভজনক সংগঠন জুলিয়েট ক্লাবের সদস্যরা সেগুলোর উত্তর দিতে ব্যস্ত সময় কাটায়। তারা জুলিয়েটের মুখপাত্র হিসেবে পরিচিত।
ইতালির ভেরোনায় জুলিয়েটের বাড়িতে পর্যটকরা ত্রয়োদশ শতকে গড়ে তোলা বাড়িটি এখন জাদুঘর হিসেবে পরিচালিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা এখানে সমবেত হয়। এমন উন্মাদনা খুব কম বাড়িকে ঘিরে দেখা যায়। ভেরোনায় সবচেয়ে আকর্ষণীয় স্থান এটাই। বিশেষ দিবসে এর অন্দরসজ্জা করা হয়।

বর্তমান সময়ের রোমিও-জুলিয়েটকে ঐতিহাসিক ভবনটিতে রাতে থাকার সুযোগ করে দিচ্ছে এয়ারবিএনবি। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, ১৯৩০ সালের পর জুলিয়েটের ঘরে প্রথমবার কোনও দম্পতি থাকতে যাচ্ছেন। মধ্যযুগীয় আবহে সাজানো শোবার ঘরটিতে আছে ‘লেত্তো দি জুলিয়েত্তা’ অর্থাৎ জুলিয়েটের বিছানা। ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত ইতালিয়ান নির্মাতা ফ্রাঙ্কো জেফিরেল্লির ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ ছবিতে ব্যবহৃত হয় এটি।

১৯৬৮ সালের একটি চলচ্চিত্রে ব্যবহৃত জুলিয়েটের বিছানা এয়ারবিএনবি’র মহাব্যবস্থাপক (ইতালি) জিয়াকোমো ত্রভাতো বলেন, ‘সাহিত্যের ইতিহাসে সবচেয়ে রোমান্টিক বাড়িতে নিজেদের ভালোবাসা উদযাপনের অদ্বিতীয় সুযোগ পাচ্ছেন এ যুগের দম্পতি।’

অসাধারণ অফারটি পেতে আগ্রহী দম্পতিরা নিজেদের প্রেমের বিশদ গল্প নিয়ে চিঠি লিখে ব্যাখ্যা করবেন কেন জুলিয়েটের বাড়িতে থাকার জন্য তারাই যোগ্য অতিথি। এয়ারবিএনবি ওয়েবসাইটের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেওয়ার শেষ সময় আগামী ২ ফেব্রুয়ারি।

জুলিয়েটের বাড়ির ডাইনিং রুম জুলিয়েটের শোবার ঘরে থাকার পাশাপাশি ভেরোনা শহরে রোমিও-জুলিয়েট অনুপ্রাণিত ভ্রমণ ও কাজা দি জুলিয়েত্তায় বেড়ানোর সুযোগ দেওয়া হবে ভাগ্যবান দম্পতিকে। জুলিয়েটকে পাঠানো ভক্তদের সাম্প্রতিক কিছু চিঠি পড়ে উত্তর লিখতে পারবেন তারা। এছাড়া মিশেলিন শেফ জিয়ানকার্লো পেরবেল্লিনির বানানো খাবার নিয়ে আয়োজিত মোমবাতির আলোয় নৈশভোজ উপভোগ করবেন বিজয়ী যুগল। নিঃসন্দেহে এই অভিজ্ঞতা হবে অতুলনীয়।

সূত্র: সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!