X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শাহজালাল এখন যাত্রীবান্ধব: বিমান প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ০০:০৬

সিঙ্গাপুর এয়ারলাইনসের নতুন উড়োজাহাজের যাত্রার উদ্বোধনী আয়োজনে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও অন্য অতিথিরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবেশে দৃশ্যমান দেখা যাচ্ছে। বিমানবন্দরকে যাত্রীবান্ধব করা হয়েছে।’ শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর এই বিমানবন্দরের কনকোর্স হলে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে সিঙ্গাপুর এয়ারলাইনসের নতুন এয়ারবাস এ-৩৫০-এর যাত্রার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব বলেন।

প্রতিমন্ত্রীর কথায়, ‘আধুনিক বাংলাদেশের রূপকারপ্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও তত্ত্বাবধানে বিমানবন্দরকে যাত্রীদের স্বস্তির জায়গায় পরিণত করতে পদক্ষেপ নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিমানবন্দরকে যাত্রীদের জন্য ভূমিতে শান্তির নীড়ে পরিণত করার চেষ্টা চালাচ্ছি আমরা। বিমানবন্দরে কর্মরত সব সংস্থার সমন্বয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে যাত্রীদের ব্যাগেজ সরবরাহ করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সহজ, আরামদায়ক, নিরাপদ ও স্বস্তির ভ্রমণ নিশ্চিত করা হচ্ছে। এখন ৩০-৪০ মিনিটের মধ্যে যাত্রীরা ব্যাগেজ পাচ্ছেন। দেশের সব বিমানবন্দরের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যাত্রীদের প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিতকরণে চেষ্টা করছি আমরা।’

এভিয়েশন খাতে বাংলাদেশে একটি সম্ভাবনার নাম উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তার দাবি, এই সম্ভাবনাকে সফলতায় রূপান্তরের জন্য কাজ চলছে। এই অর্জন ধরে রাখতে ও বিমানবন্দরের সেবা আরও বৃদ্ধির জন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি। মাহবুব আলী বলেন, ‘আমাদের সাফল্যের অংশীদার এই খাতের সবাই। মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি অংশীজন ও গণমাধ্যমের কার্যকর ভূমিকার সুবাদে সাফল্য এসেছে।’

পর্যটন প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর আগ্রহ ও নির্দেশনায় দেশের বিমানবন্দরগুলোর উন্নয়নে বর্তমানে বেশকিছু মেগা প্রকল্প চলমান রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ শুরুর কথা তুলে ধরেন তিনি। এটি নির্মাণে মোট ব্যয় হবে ২১ হাজার ৩৯৯ কোটি টাকা। এর কাজ সম্পন্ন হয়ে গেলে ৩ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের, ২০টি বোর্ডিং ব্রিজ, ২১টি কনভেয়র বেল্ট ও ১৭৭টি চেক-ইন কাউন্টার নিয়ে বছরে মোট ২ কোটি যাত্রীকে সেবা প্রদান করা যাবে। তার ভাষ্য, ‘টার্মিনালটির সব সেবা হবে স্বয়ংক্রিয় ও আন্তর্জাতিক মানের। যাত্রীদের ভ্রমণকে সহজ ও স্বস্তির করে তুলতে প্রয়োজনীয় সবকিছু থাকবে এই ভবনে।’

ফিতা কেটে সিঙ্গাপুর এয়ারলাইনসের নতুন এয়ারবাস এ-৩৫০-এর যাত্রার উদ্বোধন করছেন বিমান পরিবহন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সিঙ্গাপুর এয়ারলাইনসের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার উদ্যোগ বাংলাদেশের সঙ্গে দেশটির বাণিজ্যিক সম্পর্ককে আরও গতিশীল করবে বলে বিশ্বাস করেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পর্যটন, বিমান চলাচল, বিদ্যুৎ ও জ্বালানি, অর্থনীতি, জনশক্তি রফতানি ও সমুদ্র নিরাপত্তাসহ নানান বিষয়ে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মাঝে সহযোগিতার শক্তিশালী সম্পর্ক বিদ্যমান। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আমাদের এই বন্ধু রাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করার সুযোগ রয়েছে। 

বিমান পরিবহন প্রতিমন্ত্রীর মন্তব্য, ‘সিঙ্গাপুর এয়ারলাইনস বিশ্বের অন্যতম প্রধান একটি আকাশসেবা সংস্থা। ঢাকা-সিঙ্গাপুর রুটে সিঙ্গাপুর এয়ারলাইনসের অত্যাধুনিক এয়ারবাস এ-৩৫০ সংযোজনের মাধ্যমে যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা পাওয়ার সুযোগ বৃদ্ধি পাবে। আশা করবো, প্রতিযোগিতার এই বাজারে সিঙ্গাপুর এয়ারলাইনস সেবার মান বজায় রেখে যাত্রী সন্তুষ্টি অর্জনে সফল হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বাংলাদেশে সিঙ্গাপুর কনস্যুলেটের কনসাল উইলিয়াম চিক, সিঙ্গাপুর এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার জর্জ রবার্টসন প্রমুখ।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
দক্ষিণ চীনে বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে
দক্ষিণ চীনে বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে
‘অ্যাকটিভ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ পেলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
‘অ্যাকটিভ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ পেলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা