X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মিসরে খুলে দেওয়া হলো ৪৭০০ বছরের পিরামিড

জার্নি ডেস্ক
০৬ মার্চ ২০২০, ২৩:২০আপডেট : ০৬ মার্চ ২০২০, ২৩:২৪

মিসরের জোজার পিরামিড কয়েক বছর সংস্কার কাজের পর জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো মিসরের প্রাচীনতম পিরামিড। এর নাম ‘জোজার’। এটি প্রায় ৪ হাজার ৭০০ বছরের পুরনো। কেবল পাথর দিয়ে নির্মিত ছয় সোপানের এই পিরামিড।

মিসরের রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরাম জানিয়েছে, বৃহস্পতিবার (৫ মার্চ) ‘জোজার’ উন্মুক্ত করা হয়েছে। তাদের দাবি, প্রস্তর দিয়ে বানানো এটাই পৃথিবীর সবচেয়ে প্রাচীন স্মৃতিস্তম্ভ।

আধুনিক কায়রোর দক্ষিণে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান মেমফিসের অদূরে সাকারা অন্ত্যেষ্টিক্রিয়া কমপ্লেক্সে নির্মিত হয় এই কাঠামো। এর উচ্চতা ২০৭ ফুট (৬৩ মিটার)। পিরামিডটিকে ঘিরে ছিল মিলনায়তন ও দরবার।

মিসরের জোজার পিরামিডের অভ্যন্তর প্রাচীন মিসরের তৃতীয় রাজবংশের দ্বিতীয় রাজা জোজারের শাসনামলে (২৬৫০-২৫৭৫ খ্রিষ্টপূর্ব) এই স্থাপনা গড়ে তোলা হয়। তার মুখ্যমন্ত্রী ইমহোটেপ ছিলেন ঋষি, উজির ও জ্যোতিষী। কাঠামোটির স্থপতি ভাবা হয় তাকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, জোজার পিরামিডের সংস্কার শুরু হয়েছিল ২০০৬ সালে। কিন্তু ২০১১ ও ২০১২ সালে মিসরে অভ্যুত্থানের কারণে তা ব্যাহত হয়। রাষ্ট্রপতি হোসনি মোবারকের পতনের পর ২০১৩ সালে ফের কাজে হাত দেন শ্রমিকরা।

মিসরের জোজার পিরামিডের অভ্যন্তর আল-আহরামের তথ্যানুযায়ী, প্রাচীন স্থানটির বহির্ভাগ, প্রবেশপথের সিঁড়ি, সমাধি কক্ষ ও করিডোরসহ ধসে পড়া সিলিং ব্লকগুলো সংস্কার করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্টরা ভাঙা পাথর সরিয়েছে। এতে প্রায় ১৬ ফুট উঁচু গ্রানাইট পাথরের কফিন উন্মোচিত হয়েছে। এর ওজন ১৭৬ টন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সংস্কারের অংশ হিসেবে নতুন আলোক ব্যবস্থা এবং প্রতিবন্ধীদের প্রবেশের পথ যুক্ত করা হয়েছে।

আল-আহরামকে মিসরের পর্যটন ও প্রত্নতত্ত্বমন্ত্রী খালেদ আল-ইনানি জানান, সংস্কার কাজে ৬৬ লাখ মার্কিন ডলার ব্যয় হয়েছে। অর্থাৎ ৫৬ কোটি টাকারও বেশি।

সূত্র: সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!