X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

হোটেলের আলোয় হৃদয় এঁকে করোনা আক্রান্তদের প্রতি সংহতি

জার্নি ডেস্ক
২৫ মার্চ ২০২০, ১৭:৪১আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৭:৪৬

নায়াগ্রা ফলসের হোটেল করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াই করছে সারাবিশ্ব। সবার সঙ্গে একাত্মতা প্রকাশ করলো কানাডার অন্টারিও প্রদেশের নায়াগ্রা ফলস শহরের হোটেল ও ক্যাসিনো। কানাডার পর্যটন কর্তৃপক্ষ এই উদ্যোগকে বলছেন ‘নায়াগ্রা হার্ট অব হোপ’।

নায়াগ্রা ফলসের সব হোটেল ও ক্যাসিনোতে আশা ও সংহতির নিদর্শন হিসেবে আলো দিয়ে হৃদয় আকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। নায়াগ্রা ফলস ট্যুরিজম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গত ২২ মার্চ এ তথ্য জানিয়ে মন্তব্য করেছে, ‘একটি সমাজ হিসেবে আমরা করোনাভাইরাসের বিস্তার রোধে লড়াই করতে ঐক্যবদ্ধ।’

আলোর মাধ্যমে হৃদয় আকৃতি সৃষ্টির জন্য হোটেলগুলোর সব কক্ষের বেশিরভাগ বাতি নিভিয়ে দেওয়া হয়। যেগুলো জ্বলছিল সেসব মিলেই বাইরে থেকে দেখতে ভালোবাসার প্রতীক হৃদয়ের আকার দাঁড়ায়।

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড রাজ্যের ব্যাল্টিমোর শহরের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, গত ২১ মার্চ পর্যন্ত পৃথিবীব্যাপী তিন লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

নায়াগ্রা ফলস ট্যুরিজম প্রথম নয়, করোনার ছোবলে থমকে যাওয়া দেশগুলোর সঙ্গে সংহতি প্রকাশের ঘটনা আগেও দেখা গেছে। গত সপ্তাহে করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত হওয়া দেশগুলোর পতাকা প্রদর্শিত হয় ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তিতে। একইসঙ্গে আলোর মাধ্যমে ফুটে ওঠে আশার বার্তা।

রিও ডি জানেইরো শহরের দিকে তাকিয়ে থাকা ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তিতে প্রে টুগেদার (একসঙ্গে প্রার্থনা করুন) হ্যাশট্যাগ বার্তাটি বিভিন্ন ভাষায় তুলে ধরা হয়। এরপর একে একে ভেসে ওঠে এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়া মহাদেশের নাম। তারপর দেখানো হয় বিভিন্ন দেশের পতাকা।

সূত্র: সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী