X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পৃথিবীর কোথাও যেন কেউ নেই

জার্নি ডেস্ক
০৩ এপ্রিল ২০২০, ২১:৩৭আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৪:০৬

কোথাও কেউ নেই! কফির জন্য দাঁড়িয়ে থাকে না কেউ। মেট্রোরেলের প্ল্যাটফর্মে চেনা ভিড় উধাও। রেস্তোরাঁ ও পানশালা বন্ধ। কোথাও কোনও ব্যস্ততা নেই। শুধু উড়ে বেড়ায় কবুতর ও শঙ্খচিল। নির্জন সড়কে জ্বলে বিলবোর্ডের নিয়ন আলো। জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর সামনে নেই কোলাহল। সব যেন পরিণত হয়েছে মরুভূমিতে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ফাঁকা করে দিয়েছে পৃথিবী! কোভিড-১৯ ঠেকাতে বিভিন্ন দেশ এখন লকডাউনে। এ কারণে বিশ্বের ব্যস্ত সব শহর ও পর্যটন স্পট জনশূন্য।

জনশূন্য কক্সবাজার সমুদ্র সৈকত * কক্সবাজার সমুদ্র সৈকত হয়ে পড়েছে জনমানবহীন।

ট্রাফালগার স্কয়ার * যুক্তরাজ্যে লন্ডনের ট্রাফালগার স্কয়ার প্রায় জনশূন্য।

লন্ডনের মিলেনিয়াম ব্রিজ * লন্ডনের মিলেনিয়াম ব্রিজ ভিড়ের সময়ও ফাঁকা।

ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড * যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডো শহরে ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড বন্ধ।

রোডিও ড্রাইভ সড়ক * যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত রোডিও ড্রাইভ সড়কে সুনসান নীরবতা।

 

নিউ ইয়র্কের ম্যানহাটান * যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ ‘ঘরে থাকুন’ জারির প্রথম দিন নিউ ইয়র্কের ম্যানহাটান শহরের একটি সড়কের চিত্র।

টাইমস স্কয়ার * নিউ ইয়র্ক সিটি সাময়িক বিরতিতে যাওয়ার নির্বাহী আদেশ বাস্তবায়নের কয়েক ঘণ্টা পর টাইমস স্কয়ার।

ব্রাজিলের রাজধানী রিও ডি জানেইরো * ব্রাজিলের রাজধানী রিও ডি জানেইরোর প্রাণকেন্দ্রে প্রায় জনশূন্য প্রেসিডেন্ট ভার্গাস এভিনিউ ও সেন্ট্রাল দো ব্রাজিল স্টেশন।

কলম্বিয়ার রাজধানী বোগোটা * কলম্বিয়ায় বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে সবাইকে। তাই দেশটির রাজধানী বোগোটার সড়ক যেন কোনও মরু প্রান্তর।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাস * ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের ফ্রান্তিসকো দে মিরান্দা আভেনিউ কার্যত মরুভূমি।

ইতালির রাজধানী রোম * ইতালির রাজধানী রোমের প্রাণকেন্দ্রে ক্যাথলিকদের গির্জা পানথিয়ন (একসময়ের রোমান মন্দির) ও এর সামনের চত্বর পিয়াৎজা দেলা রোতান্দা পুরো ফাঁকা।

 

ইতালির ভেনিস * ইতালির ভেনিসে ফাঁকা গলিতে টহল দিচ্ছে ক্যারাবিনিয়েরি পুলিশ। একটি ঘরের দরজায় কাগজে লেখা ‘আন্দ্রা তুত্তু বেনে’। বাংলায় এর অর্থ– ‘সব ঠিক হয়ে যাবে।’

ইতালির পিয়াৎজা দুয়োমো * ইতালির মিলান শহরের পিয়াৎজা দুয়োমো তথা ক্যাথেড্রাল স্কয়ার প্রায় ফাঁকা।

ফ্রান্সের রাজধানী প্যারিস * ফ্রান্সের রাজধানী প্যারিসের স্মৃতিস্তম্ভ আর্ক দে ত্রিওম্ফের সামনে সাইক্লিস্টের কাগজপত্র দেখছেন একজন পুলিশ কর্মকর্তা।

ফ্রান্সের নিস * ফ্রান্সের উপকূলীয় শহর নিসের প্রমিনেদ দে অঙ্গলেতে ভূমধ্যসাগরের দিকে তাকিয়ে এক ব্যক্তি। তার চারপাশ শূন্য।

 

লুভর জাদুঘর * বিশ্বে যত শিল্পকর্ম জাদুঘর আছে সেগুলোর মধ্যে প্যারিসের লুভরে সবচেয়ে বেশি দর্শনার্থী সমাগম হয়। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে জাদুঘরটি বন্ধ রয়েছে।

স্পেনের বার্সেলোনা * স্পেনের বার্সেলোনায় লাস ব্রামব্লাস ব্যস্ত থাকে শপিংয়ের কোলাহলে। কিন্তু লকডাউনের কারণে সড়কটি নির্জন।

স্পেনের রাজধানী মাদ্রিদ * স্পেনের রাজধানী মাদ্রিদের কাছে আলকালা দে পেনারেস শহরে একটি ফাঁকা গলিতে সেনা সদস্যদের টহল।

জার্মানির মিউনিখ * জার্মানির মিউনিখ শহরের মারিয়েনপ্লাৎসে আন্ডারগ্রাউন্ড স্টেশনে যাত্রী নেই বললেই চলে।

ফিনল্যান্ড * ফিনল্যান্ডে দক্ষিণ-পশ্চিমে তামপেরে শহরে যেন কেউ নেই।

হংকং ডিজনিল্যান্ড * হংকং ডিজনিল্যান্ড গত ২৬ জানুয়ারি থেকে বন্ধ রয়েছে।

ব্যাংককের গ্র্যান্ড প্যালেস * থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের সামনে ফাঁকা সড়ক পার হচ্ছেন মাস্ক পরা একজন।

দিল্লির কনাট প্লেস * দিল্লির কনাট প্লেসে ছবি তোলার জন্য বেশিরভাগ সময় মানুষের ভিড় থাকে। কিন্তু এখন শুধুই কবুতরদের রাজত্ব।

দিল্লির সফদার জং সমাধি * দিল্লির বিখ্যাত সফদার জং সমাধি জনশূন্য।

মক্কার গ্র্যান্ড মসজিদ * করোনাভাইরাসের বিস্তার রোধে ফাঁকা মক্কার গ্র্যান্ড মসজিদ।

দুবাই * দুবাইয়ে একটি সৈকত জনশূন্য। সংযুক্ত আরব আমিরাতে পার্ক ও সৈকতসহ সব পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র বন্ধ।

লেবাননের সিডন * লেবাননে জরুরি অবস্থা চালুর পর সিডন শহরে উপকূল ঘেঁষা পথে হাঁটছেন হাতেগোনা কয়েকজন।

 

সিডনির ম্যানলি বিচ * অস্ট্রেলিয়ার সিডনি শহরের ম্যানলি বিচে ‘সৈকত বন্ধ’ সাইনবোর্ড।

সূত্র: লোনলি প্লানেট

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া