X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আশার আলো জ্বেলে

জার্নি ডেস্ক
০৭ এপ্রিল ২০২০, ১৮:৪০আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৮:৫০

কোভিড-১৯ মহামারিতে ভুগছে পৃথিবী। করোনাভাইরাসের বিস্তার রোধে দিনরাত পরিশ্রম করছেন স্বাস্থ্যকর্মীরা। তাদের সম্মান জানাতে বিখ্যাত কিছু স্থাপনায় আলো জ্বালিয়ে আশা ও সংহতির বার্তা প্রদর্শিত হয়েছে। পাশাপাশি মানুষকে মনে করিয়ে দেওয়া হয় ঘরে থাকার কথা।

এম্পায়ার স্টেট বিল্ডিং * যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে লাল ও সাদা আলো ফেলে জরুরি সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের সম্মান জানানো হয় (৩১ মার্চ)।

নায়াগ্রা ফলস শহর * কানাডার অন্টারিও প্রদেশের নায়াগ্রা ফলস শহরের সব হোটেল আলোর মাধ্যমে হৃদয় আকৃতি সৃষ্টি করে স্বাস্থ্যকর্মী ও ক্ষতিগ্রস্তদের প্রতি ভালোবাসা জানায় (২২ মার্চ)।

ক্রাইস্ট দ্য রিডিমার * ব্রাজিলের রাজধানী রিও ডি জানেইরোর বিখ্যাত মূর্তি ক্রাইস্ট দ্য রিডিমারে প্রদর্শিত হয়েছে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত সব দেশের পতাকা (১৮ মার্চ)।

ইংল্যান্ডের ব্ল্যাকপুল শহর * যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবার (এনএইচএস) প্রশংসা করতে ইংল্যান্ডের উত্তর-পশ্চিমে ব্ল্যাকপুল শহরের একটি টাওয়ারে নীল রঙের হৃদয় আকৃতি ফুটিয়ে তোলা হয় (২৬ মার্চ)।

লন্ডন আই * যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবার (এনএইচএস) প্রতি কৃতজ্ঞতা জানাতে বিখ্যাত পর্যটন স্পট লন্ডন আই সেজে ওঠে নীল রঙে (২৬ মার্চ)।

দ্য শার্ড ও টাওয়ার ব্রিজ * যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস) কর্মীদের প্রশংসা হিসেবে লন্ডনের আকাশচুম্বি ভবন দ্য শার্ড ও টাওয়ার ব্রিজ সাজানো হয় নীল আলোয় (২৬ মার্চ)।

আইফেল টাওয়ার * ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত স্থাপনা আইফেল টাওয়ারে স্বাস্থ্যকর্মীদের জন্য প্রদর্শিত হয় ‘মেসি’ অর্থাৎ ‘ধন্যবাদ’ (২৮ মার্চ)।

পোল্যান্ডের ক্রাকুফে পায়ে হাঁটার সেতু ক্লাদকা বেরনাতকা * ফ্রান্সের কোভিড-১৯ রোগীদের প্রতি সংহতি প্রকাশে পোল্যান্ডের ক্রাকুফে পায়ে হাঁটার সেতু ক্লাদকা বেরনাতকায় উদ্ভাসিত হয় ফরাসি পতাকা (২৬ মার্চ)।

রোমের টাউন হল * ইতালির রাজধানী রোমের টাউন হলে আলো জ্বালিয়ে দেশটির পতাকার রঙ ফুটিয়ে তুলে সংহতি জানানো হয় (১৭ মার্চ)।

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহর * জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের একটি হোটেল আলোর মাধ্যমে হৃদয় আকৃতি সৃষ্টি করে স্বাস্থ্যকর্মী ও ক্ষতিগ্রস্তদের প্রতি ভালোবাসা জানায় (২২ মার্চ)।

ম্যাটারহর্ন * সুইজারল্যান্ডের বিখ্যাত পর্বত ম্যাটারহর্নে লাইট শোর মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতির বার্তা ছড়িয়ে দেন সুইস আলোকশিল্পী গেরি হফস্টেটার (২৬ মার্চ)

বেলফাস্ট সিটি হল * আয়ারল্যান্ডের উত্তরে বেলফাস্ট সিটি হলে আলো জ্বালিয়ে দেশটির জাতীয় স্বাস্থ্য সেবাকে (এনএইচএস) সম্মান জানানো হয় (২৬ মার্চ)।

গ্রেট পিরামিড * মিসরের গিজা শহরে খুফুর পিরামিড তথা গ্রেট পিরামিডে স্বাস্থ্যকর্মীদের সম্মান জানিয়ে আলোক প্রক্ষেপণের মাধ্যমে ধন্যবাদ দেওয়া হয় (৩০ মার্চ)।

বুর্জ খলিফা * সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের বিখ্যাত ভবন বুর্জ খলিফা ‘স্টে হোম’ (ঘরে থাকুন) বার্তায় আলোকিত হয়ে ওঠে (২৪ মার্চ)।

ইরানের আজাদি টাওয়ার * ইরানের রাজধানী তেহরানের আজাদি টাওয়ারে ভেসে ওঠে কোভিড-১৯ রোগে ক্ষতিগ্রস্ত সব দেশের পতাকা। এছাড়া প্রদর্শন করা হয় আশার বার্তা (৩১ মার্চ)।

কিয়েনতাং নদীর তীরে বিভিন্ন ভবন * চীনের হাংজোর শেশাং প্রদেশে কিয়েনতাং নদীর তীরে বিভিন্ন ভবনে আলোর মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের প্রতি ভালোবাসার নিদর্শন ফুটিয়ে তোলা হয় (৩ মার্চ)।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
মার্কেসের 'আনটিল আগস্ট'
মার্কেসের 'আনটিল আগস্ট'
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন