X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

করোনার বিস্তার রোধে ১ লাখ টিউলিপ কেটে ফেললো জাপান!

জার্নি ডেস্ক
২৩ এপ্রিল ২০২০, ২২:৫০আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ২৩:০২

টিউলিপ কেটে ফেলার পর সাকুরা ফুরুসাতো স্কয়ার করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে জাপানে কেটে ফেলা হয়েছে ১ লাখেরও বেশি টিউলিপ। কোভিড-১৯ সংকটে জনসমাগম যেন না হয় সেজন্য পর্যটকদের নিরুৎসাহিত করতে এই পদক্ষেপ।

টিউলিপ ফোটার পর সাকুরা ফুরুসাতো স্কয়ারে পর্যটকরা জাপানের রাজধানী টোকিও থেকে ৫০ কিলোমিটার পূর্বে সাকুরা ফুরুসাতো স্কয়ারে এখন কোনও টিউলিপ নেই। পুরো মাঠে শুধু সবুজ ডালপালা। ফুল কেটে ফেলার পাশাপাশি সাকুরা ফুরুসাতো উদ্যান কর্তৃপক্ষ বার্ষিক টিউলিপ উৎসব বাতিল করেছে।

টিউলিপ ফোটার সময় সাকুরা ফুরুসাতো স্কয়ার করোনার বিস্তার রোধে এত বিপুলসংখ্যক টিউলিপ কেটে ফেলাকে সাহসী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ফুলগুলো স্থানীয় কিছু কিন্ডারগার্টেনে দান করে দেওয়া হয়েছে।

টিউলিপ কেটে ফেলার পর সাকুরা ফুরুসাতো স্কয়ার সাধারণত বছরের এ সময়ে নানান রঙের বিপুলসংখ্যক টিউলিপে ঢাকা থাকে সাকুরা ফুরুসাতো স্কয়ারের বিস্তীর্ণ মাঠ। এর মোট আয়তন সাত হাজার বর্গফুট। ফুল ফোটার পর টিউলিপের বাগান দেখতে প্রচুর পর্যটক উপস্থিতি দেখা যেতো।

টিউলিপ কেটে ফেলার পর সাকুরা ফুরুসাতো স্কয়ার জাপানে গত সপ্তাহে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। তবুও সাকুরা ফুরুসাতো হিরোবার মতো জায়গা উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। এ কারণে মানুষ যেন সমবেত হওয়ার উপলক্ষ্য না পায় সেজন্য ফুল কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টিউলিপ ফোটার সময় সাকুরা ফুরুসাতো স্কয়ার এ প্রসঙ্গে সাকুরা শহরের পর্যটন বোর্ডের কর্মকর্তা সাকিহো কুসানো বলেন, ‘সাপ্তাহিক ছুটির দিনে ফুলের মনোরম সৌন্দর্য উপভোগ করতে বিপুলসংখ্যক দর্শনার্থী সাকুরা ফুরুসাতো হিরোবা উদ্যানে ভিড় জমাতো। এবারও ব্যতিক্রম হতো না। ফলে জনসমাগম হওয়ার আশঙ্কায় টিউলিপ কেটে ফেলা ছাড়া আর কোনও পথ ছিল না।’

টিউলিপ কেটে ফেলার পর কিন্ডারগার্টেনে দান করে দেওয়া হয়েছে সাকুরা ফুরুসাতো হিরোবা এখন আর মোটেও উপভোগ্য নয়। একটি অংশ হয়ে গেছে কর্দমাক্ত। দৃষ্টিনন্দন মাঠটি এখন মরুভূমির মতো। টিউলিপের গালিচায় আলতো করে হাঁটতে ফুলপ্রেমীদের আরও একবছর অপেক্ষা করতে হবে।

টিউলিপ ফোটার সময় সাকুরা ফুরুসাতো স্কয়ার তথ্যসূত্র: এএফপি

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!