X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিবিআইএন পর্যটন কমিটির নতুন সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২০, ২৩:৩০আপডেট : ২৯ জুন ২০২০, ০০:০৯

এইচ এম হাকিম আলী বিবিআইএন (বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল) চেম্বার অব কমার্সের পর্যটন কমিটির সভাপতির দায়িত্ব পেলেন এইচ এম হাকিম আলী। বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিহা) সভাপতি তিনি। ৫০ বছরের বেশি সময় ধরে দেশে পর্যটন খাতে ব্যবসার অভিজ্ঞতা রয়েছে তার।
সম্প্রতি বিবিআইএন চেয়ারম্যান এস কৃষ্ণকুমার পর্যটন কমিটির সভাপতি হিসেবে এইচ এম হাকিম আলীর নাম ঘোষণা করেন। রবিবার (২৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানায় বিহা।
নতুন দায়িত্ব পেয়ে আঞ্চলিক পর্যটন আরও বেশি গতিশীল রাখতে কাজ করবেন বলে জানালেন এইচ এম হাকিম আলী। তিনি বলেন- ‘বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যকার সম্পর্ক কাজে লাগিয়ে সারাবিশ্বের মানুষকে আরও বেশি সম্পৃক্ত করা সম্ভব। বাংলাদেশ আঞ্চলিকভাবে সুবিধাটি পাবে। এর মাধ্যমে আরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’
চার দেশের সাধারণ চাহিদা ও স্বার্থ বিবেচনায় বিবিআইএন চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়েছে। এটি বাণিজ্য ও বাণিজ্যের বিকাশ, দক্ষতা উন্নয়ন, কৃষিতে সুযোগ চিহ্নিতকরণ, বিদ্যুৎ, পর্যটন, পরিবহন ও অবকাঠামো হিসেবে চতুর্ভুজ চুক্তিগুলো কার্যকর, বাস্তবায়ন ও পর্যালোচনার জন্য সদস্য রাষ্ট্রগুলোর সরকারি প্রতিনিধির মাধ্যমে মিলিত হয়।

এইচ এম হাকিম আলী এখন কয়েকটি দায়িত্ব পালন করছেন। এগুলো হলো- হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক (প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা), চট্টগ্রামের হোটেল আগ্রাবাদের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও), সাউথ এশিয়া ট্যুরিজম ফেডারেশন এবং বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্টের সভাপতি।
এইচ এম হাকিম আলী ১৯৭২ সালে বাংলাদেশে প্রথম ট্যুর অপারেটিং ব্যবসা শুরু করেন। লন্ডনের ইন্টারন্যাশনাল বায়োগ্রাফি সেন্টার তাকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ সম্মান দিয়েছে। যুক্তরাজ্যের হোটেল অ্যান্ড ক্যাটারিং আন্তর্জাতিক পরিচালনা সমিতির সদস্য ছিলেন তিনি। দেশে পর্যটনের উন্নয়ন ও প্রসারে ভূমিকা রাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!