X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

তাহমিদের বিরুদ্ধে জঙ্গিদের ব্যাপারে তথ্য না দেওয়ার অভিযোগ পুলিশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৬, ২০:১৪আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ২০:৩২

আদালতে হাসনাত ও তাহমিদ রাজধানীর গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানের বিরুদ্ধে জঙ্গিদের ব্যাপারে তথ্য না দেওয়ার অভিযোগ এনেছে পুলিশ। দণ্ডবিধির ১৭৬ ধারায় পুলিশের কাছে জঙ্গিদের ব্যাপারে তথ্য না দেওয়ার এ অভিযোগ আনা হয়।
এর আগে ২৮ সেপ্টেম্বর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক মো. হুমায়ুন কবীর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাহমিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৭৬ ধারায় প্রসিকিউশন প্রতিবেদন দাখিলের অনুমতি চেয়ে আবেদন করেন।
ঢাকা মহানগরের প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন। এ বিষয়ে আগামী ৫ অক্টোবর শুনানি হবে বলে জানা গেছে।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২ জুলাই তাহমিদকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়, যেহেতু সে ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী। কিন্তু তাহমিদকে গ্রেফতার করার আগে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট গত ১০ ও ২১ জুলাই  তাহমিদকে পুলিশের কাছে এসে জঙ্গি বিষয়ে তথ্য দেওয়ার জন্য ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারা মোতাবেক নোটিশ ইস্যু করার পরও সে পুলিশে কাছে না আসায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৭৬ ধারায় পুলিশের কাছে জঙ্গিদের ব্যাপারে তথ্য না দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে সশস্ত্র সন্ত্রাসীরা। পরে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারীসহ ছয়জন নিহত হয়। তার আগে সেখানে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা।

হলি আর্টিজানে হামলার ঘটনার দিন সকালে দেশে ফেরা কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র তাহমিদ হাসিব খানও সেদিন ওই রেস্তোরাঁতেই ছিলেন। তবে ২ জুন সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানের সময় তিনি আরও কয়েকজনের সঙ্গে হলি আর্টিজান থেকে বেরিয়ে আসেন। হলি আর্টিজান থেকে উদ্ধার হওয়া জিম্মিদের মধ্যে যে কয়জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাদের মধ্যে তাহমিদও ছিলেন। 

পরে এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাহমিদ হাসিব খানকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত ৪ আগস্ট ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই আটদিন রিমান্ড মঞ্জুর করেন। এরপর ১৩ আগস্ট ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন ফের তার ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গুলশান হামলার পর ৫৪ ধারায় গ্রেফতার তাহমিদ হাসিব খানের জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম লস্কার সোহেল রানা এ জামিন আবেদন মঞ্জুর করেন। বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়ছেন সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা ও উপ-পরিদর্শক রনফ কুমার ভক্ত।

/এসআইটি/এইচকে/

পড়ুন: তাহমিদের জামিন মঞ্জুর

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?