X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মধুবাগে নারী হত্যা: নেপথ্যে থাকতে পারে ‘পরিচিত কেউ’

আমানুর রহমান রনি
০৯ নভেম্বর ২০১৬, ২১:৩১আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৭:২৪

ডলিরানী বনিক রাজধানীর মধুবাগে ডলি রানী বনিককে (৪৮) হত্যার নেপথ্যে পরিচিত কেউ থাকতে পারে বলে তদন্ত সংশ্লিষ্টরা সন্দেহ করছেন। পুলিশের সন্দেহ তালিকায় থাকা কয়েকজনকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে এখনও আটক করতে পারেনি পুলিশ। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার গ্রামের বাড়িতে সৎকারের জন্য নেওয়া হয়েছে। স্বজনরা ঢাকা ফিরে মামলা দায়ের করবেন। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, ‘এটি হত্যাকাণ্ড। এই বয়সে কেউ এভাবে আত্মহত্যা করে না।’

মঙ্গলবার রাতে মগবাজারের মধুবাগের উজ্জীবন গলির একটি বহুতল বাড়ির পাঁচতলার ফ্ল্যাট থেকে ডলি রানী বনিকের জবাই করা লাশ উদ্ধার করে রমনা থানা পুলিশ। ওই বাসাটিতে তিনি তার দুই ছেলেকে নিয়ে থাকতেন। তবে হত্যাকাণ্ডের সময় বাসায় ডলি রানী বণিক একাই ছিলেন। লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। বুধবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। লাশের সৎকারের জন্য তাদের গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। তবে এখনও কোনও মামলা দায়ের হয়নি।

রমনা থানার পরিদর্শক আলী হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার পর আমরা ওই বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বঁটি ও রক্তমাখা কাপড় উদ্ধার করেছি। কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছি। আমাদের তদন্ত চলছে। নিহতের স্বজনরা সৎকার শেষে ফিরলে তাদের সঙ্গে আলোচনা করে মামলা দায়ের করা হবে। তবে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।’

ডলি বনিকের লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক প্রদীপ বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডলি বনিকের গলা কাটায় তার রক্ত ক্ষরণে মৃত্যু হয়েছে। এটি হত্যাকাণ্ড, এই বয়সে মানুষ এভাবে আত্মহত্যা করে না।’

রমনা থানা পুলিশের তদন্ত সংশ্লিষ্ট পুলিশ জানিয়েছে, ছোট ছেলের বর্ণনা অনুযায়ী মূল দরজা বন্ধ ছিল। ভেতরেই ছিল তার রক্তাক্ত লাশ। ছাদ হয়ে ওই ফ্ল্যাটের বেলকনিতে প্রবেশ করা যায়। পুলিশ এসব বিষয় মাথায় রেখে তদন্ত করছে। তবে পূর্বপরিচত কেউ মঙ্গলবার ওই ফ্ল্যাটে এসেছিল কিনা, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তার মুঠোফোন নম্বরের কললিস্টও যাচাই-বাছাই করা হচ্ছে।

দুই বছর ধরে ডলি বণিক দুই ছেলেকে নিয়ে নয় হাজার টাকায় ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন বলে জানিয়েছেন বাড়ির মালিক আনোয়ারা বেগম।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, ডলি রানী বনিকের দুই ছেলে। তারা তাদের মায়ের সঙ্গেই ওই বাসায় থাকে। কিন্তু মঙ্গলবার ঘটনার সময় তারা কেউ বাসায় ছিল না। তাই ঘটনাটি পূর্বপরিকল্পিতও হতে পারে। হত্যাকাণ্ডের পর হত্যাকারীরা সুকৌশলে বাসা থেকে বের হয়ে যায়। কারণ ফ্ল্যাটের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। ছোট ছেলে দীপ্ত বনিক সন্ধ্যায় বাসায় ফিরে দরজা নক করার পরও তার মা খুলছিল না। এরপর মুঠোফোনে ফোন দেয়। তখনও তার মা ফোন রিসিভ না করায়, বিষয়টি ফোন বড় ভাই জুয়েল বনিককে জানায়। পরে বাড়ির মালিকের কাছ থেকে ছাদের চাবি নিয়ে ছাদ বেয়ে বেলকনি দিয়ে বাসায় প্রবেশ করে। মায়ের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে। সে দরজা খুলে বিষয়টি সবাকেই জানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখনও এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। তদন্ত করা হচ্ছে।’

ডলি বণিকের স্বামী মালয়েশিয়া প্রবাসী।  একমাত্র মেয়ে ঝুমা বণিকের দু’বছর আগে বিয়ে হয়েছে। তিনি স্বামীর সঙ্গে ভারতে থাকেন। দুই ছেলে জুয়েল বণিক আর দীপ্ত বণিককে নিয়ে ডলি বণিক ওই ভাড়া বাসায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। বড়ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। ছোট ছেলে দীপ্ত এবার নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছে।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস