X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নিম্ন আদালতে ২৮ লাখ মামলা আটকে আছে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৭, ১৯:৫৮আপডেট : ২৫ মে ২০১৭, ২০:০১

 

আইনমন্ত্রী আনিসুল হক (ছবি: সংগৃহীত) মামলাজটের কবল থেকে বিচার ব্যবস্থাকে মুক্ত করতে হলে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘জেলা পর্যায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়ে কাজ করার জন্য কোনও অফিস না থাকায় জনগণ সুফল পাচ্ছিল না। নিম্ন আদালতগুলোয় প্রায় ২৮ লাখ মামলাজট রয়েছে। এই মামলাজট নিরসনে জেলা ‘লিগ্যাল এইড অফিসগুলো’কে এডিআরের কেন্দ্র হিসেবে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০’ সংশোধন করা হয়েছে।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘মামলা জট নিরসনে জেলা লিগ্যাল এইড অফিসের বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমের মানোন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘সংশোধিত আইনে জেলা লিগ্যাল এইড অফিসারকে এডিআরের মাধ্যমে যেকোনও বিরোধ নিষ্পত্তির জন্য ক্ষমতা দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রত্যেক জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদে লিগ্যাল এইড কমিটি গঠন করে বিরোধগুলো  জেলা লিগ্যাল এইড অফিসে পাঠিয়ে জেলা লিগ্যাল এইড অফিসারের মধ্যস্থতায় আপস-মীমাংসার ব্যবস্থা রাখা হয়েছে। এ ক্ষমতা কার্যকর করতে দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট ধারার সংশোধনী বিল আকারে বর্তমানে জাতীয় সংসদে পাসের অপেক্ষায় রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, এটি কার্যকর হলে মামলা জট কমার পাশাপাশি জনগণ অল্প সময়ে, অল্প ব্যয়ে ও সহজে বিচার সেবা পাবে।’

যেকোনও বিরোধ মামলায় রূপ নেওয়ার আগেই এডিআরের মাধ্যমে নিষ্পত্তি হলে সময় ও অর্থের অপচয় রোধ করা সম্ভব উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘সরকার এডিআর ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এটি সফলভাবে বাস্তবায়ন করতে পারলে শুধু বিচার ব্যবস্থাই নয়। বরং তা দেশের বিভিন্ন সেক্টরে ইতিবাচক ভূমিকা রাখবে।’

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক ও অতিরিক্ত সচিব  মো. মোস্তাফিজুর রহমানও বক্তব্য রাখেন।

/এসআই/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজপড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে