X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ইউএনও সালমনের মামলার মূল নথি সুপ্রিম কোর্টে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৭, ২১:৪৭আপডেট : ২৪ জুলাই ২০১৭, ২১:৫০

তারেক সালমন আগৈলঝাড়া উপজেলার সাবেক ইউএনও গাজী তারিক সালমনের মামলার মূল নথি সুপ্রিম কোর্টে এসে পৌঁছেছে। প্রধান বিচারপতির তলবের পরিপ্রেক্ষিতে বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হোসেন কর্তৃক পাঠানো মামলার মূল নথিগুলো  সুপ্রিম কোর্টে এসে পৌঁছায় সোমবার (২৪ জুলাই)। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

এর আগে রবিবার (২৩ জুলাই) সালমন তারিকের জামিন নামঞ্জুরের বিষয়ে বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হোসেনের ব্যাখ্যা ইন্টারনেটে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর পাঠানো হয়। 

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে পাঠানো লিখিত ব্যাখ্যায়  ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হোসাইন বলেন, ‘মামলাটি দায়ের করা হলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অমিত কুমার দে অভিযোগটি আমলে নিয়ে সমন ইস্যু করেন। ১৯ জুলাই ধার্য তারিখে আসামি জামিনের আবেদন করেন এবং আইনজীবীর মাধ্যমে হাজিরা দাখিলের জন্য আবেদন করেন। এদিকে বাদী পক্ষ থেকে আসামিকে জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর জন্য আবেদন করা হয়।’

মামলাটির শুনানির সময় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি বাদী অ্যাডভোকেট ওবায়দুল্লাহ সাজু নিজে এবং তার পক্ষে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুছ, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ আবদুল কাদের এবং অ্যাডভোকেট আনিছ উদ্দিন আহম্মদসহ প্রায় ৫০-৭০ জন আইনজীবী। আর আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোখলেছুর রহমান।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার পাঠানো ব্যাখ্যায় উল্লেখ করেন, ‘শুনানির সময় আদালত কক্ষে আইনজীবীদের উপস্থিতির মতো বারান্দা এবং রাস্তায় উৎসুক জনসাধারণ ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে কোলাহলপূর্ণ পরিবেশ বিরাজমান ছিল। তাই ওই সময় উৎসুক জনতার রোষানল থেকে ইউএনও-এর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতের জন্য শুনানি মুলতবি করা হয় এবং তার আইনজীবীর আবেদন মোতাবেক কাগজপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে ইউএনওকে আদালত কক্ষে বসতে বলা হয়।’ তিনি আরও বলেন,  ‘ইউএনওকে পরিপূর্ণ নিরাপত্তা দিয়ে ডক থেকে আদালত কক্ষে নিয়ে যাওয়া হয়।’ মূলত অনাকাঙ্ক্ষিত পরিস্তিতি এড়ানোর জন্যই তাৎক্ষণিক আদেশ না দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয় বলে ব্যাখ্যায় জানানো হয়।

এই মূল নথি বিষয়ে পরবর্তী কার্যক্রম কী হবে, তা জানতে চাইলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ আরও জানান, ‘মূল নথি দেখে ওপর থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের কমিটিতে যারা আছেন, তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। নথি আসার বিষয়ে তারা অবগত আছেন।’   

প্রসঙ্গত,  স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্রে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে ইউএনও তারিক সালমনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়দুল্লাহ সাজু। তাকে এরইমধ্যে আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার ধর্মষিয়ক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার তিনি মামলাটিও প্রত্যাহার করে নিয়েছেন। তবে মামলার আগে বরিশালের জেলা প্রশাসক ইএনওকে শোকজ করেছিলেন বিভাগীয় কশিনারের নির্দেশে। আর ইউএনও তারেকের শোকজের জবাবে কামিশনার সন্তুষ্ট হননি। সেই চিঠি তিনি মন্ত্রিপরিষদ বিভাগও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পঠান।

 /এমটি/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা