X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

প্রতিশোধ নিতেই হত্যা করা হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৭, ১৩:৪৭আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৩:৪৭

পুলিশের হাতে গ্রেফতার আসামি আসিফ রাজধানীর মধ্য বাড্ডায় মানারত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিম আহমেদ (২৩) খুনের ঘটনায় আসামি আসিফকে (২১) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে ধরা পড়েছে সে।

মারধর করায় প্রতিশোধ নিতেই নাসিমকে হত্যা করা হয় বলে পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানিয়েছে এ মামলার প্রধান আসামি আসিফ। বুধবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর গুলশান ডিসি অফিসে এ খবর দেওয়া হয়।

ডিএমপি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুশতাক আহমেদ জানান, প্রতিশোধ নিতেই নাসিমকে হত্যা করে আসামি আসিফ। গ্রেফতারের পর তাকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বাড্ডায় এসি রিপেয়ারিংয়ের কাজ করতো।

গত ৬ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে আসিফ ছুরিকাঘাত করে নাসিমকে। পরে আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই চাকু দিয়ে হত্যা করা হয় নাসিমকে ডিসি মুশতাক জানান, গত ৫ নভেম্বর রাতে আসিফ ঘরে ফেরার সময় তাকে অজ্ঞাত কারণে মারধর করেন নাসিম আহম্মদ ইমাদ। এ সময় নাসিমের সঙ্গে আরও দু’জন ছিল। বাসায় ফেরার পর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে আসিফ। পরদিন ৬ নভেম্বর একটি ধারালো চাকু নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে বের হয় সে। বাড্ডার পোস্ট অফিস গলির নয়ন ডাক্তারের বাড়ির পাশের গলিতে নাসিমকে পেয়ে ছুরিকাঘাত করে আসিফ। এরপর সে পালিয়ে চলে যায় গুলশানের গুদারাঘাট এলাকায়। সেখান থেকে মোবাইল ফোনে বাবাকে ঘটনার কথা জানায়। বাবার কাছ থেকে সে শোনে নাসিম নিহত হয়েছে। এরপরই সে চলে যায় কুমিল্লায়। সেখান থেকে মঙ্গলবার তাকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

ডিসি মুশতাক আরও জানান, নিহত নাসিমের বিরুদ্ধে ২০১৬ সালে একটি মাদক মামলা রয়েছে। পুলিশের কাছে আসা তথ্য অনুযায়ী, প্রায়ই সে মারধরের ঘটনায় জড়াতো। তবে আসিফকে কি কারণে মারধর করা হয়েছে তা জানার চেষ্টা চলছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। এছাড়া নাসিমের দুই সহযোগীকে খুঁজে বের করা চেষ্টা চলছে।

নিহত নাসিম আহম্মদ ইমাদ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) খেলা নিয়ে জুয়ার জের ধরে নাসিম খুন হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। তবে ডিসি মুশতাক আহমেদ জানান, এর কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

নাসিমের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। মধ্যবাড্ডার পোস্ট অফিস গলিতে মা-বাবার সঙ্গে থাকতেন তিনি। তিনি মানারাত বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র শিক্ষার্থী ছিলেন। তার বাবা আলী আহমেদ ফয়জুদ্দিন ছেলের হত্যাকাণ্ডে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এর এজাহারে রশিদ, রমজান ও আসিফ নামে তিনজনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

/আরজে/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
উপজেলা নির্বাচনপ্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
বিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র