X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কমলাপুরে টয়লেটে ভারতীয় নারীর সন্তান প্রসব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৮, ২২:৩০আপডেট : ২০ জুন ২০১৮, ১৭:১২

কমলাপুর রেলওয়ে থানা (ছবি: সংগৃহীত)

কমলাপুর রেলওয়ে থানার টয়লেটে এক ভারতীয় নারী সন্তান প্রসব করেছেন। তার নাম রোকসানা আকতার (২৫)। সোমবার (১৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে এই নারী পুত্রসন্তানের জন্ম দেন। মা ও নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকারী রেলওয়ে পুলিশের কনস্টেবল ফজলু মিয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

কনস্টেবল ফজলু মিয়া বলেন, প্রসূতি মা ও নবজাতককে উদ্ধার করে রাত সোয়া ২টায় ঢামেক হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করি। ওই নারীর স্বামী আব্দুল বাংলাদেশি। নবজাতক পুত্রসন্তান আছে নবজাতক ইউনিটে এবং মা গাইনি বিভাগের ২১২ ওয়ার্ডের ২৪ নম্বর বেডে। তার স্বামীকে পাওয়া যায়নি। হাসপাতালেও আসেননি। রোকসানার বাড়ি ভারতে। তিনি হিন্দিতে কথা বলেন।’

ফজলু মিয়া আরও জানান, ‘প্রসূতি ভারত থেকে প্রথমে স্বামীর সঙ্গে যশোর এসে এক আত্মীয়ের বাসায় ছিলেন। সেখানে একটি ক্লিনিকে চিকিৎসক দেখিয়েছিলেন। এরপর তার স্বামী আব্দুলের চাঁদপুরের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে কমলাপুর আসেন। এখানে এসে স্বামীকে আর খুঁজে পাননি। পুলিশ তাকে থানায় নিয়ে আসে। পরে রেলস্টেশনে থানার বাথরুমে সন্তান প্রসব করেন তিনি।’

এদিকে, ঢামেকে ভর্তির সংবাদ শুনে মঙ্গলবার দুপুরে প্রসূতি ও নবজাতককে দেখতে আসেন হাসপাতালের উপপরিচালক শাহ আলম তালুকদার। জানতে চাইলে তিনি বলেন, ‘সন্তান ও মা দুজনই ভালো আছে। মা আছেন গাইনি ওয়ার্ডে। শিশুটিকে নবজাতক ইউনিটে রাখা হয়েছে।’

/এআইবি/জেইউ/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনমনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই