X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ভেজাল ফেনসিডিল বিক্রি করতো ওরা!

নুরুজ্জামান লাবু
২১ মে ২০১৯, ০২:১৮আপডেট : ২১ মে ২০১৯, ০২:২১

বিপ্লব হোসেন রুবেল ও ফারুক হোসেন ভারতীয় সীমান্ত দিয়ে আসল ফেনিসিডিল এনে তাতে পানি মিশিয়ে ভেজাল ফেনসিডিল তৈরি করতো ওরা। বিক্রি করতো রাজধানীর হাতিরঝিল এলাকায়। একেকটি ফেনসিডিলের বোতল এক হাজার টাকায় বিক্রি করতো। ভেজাল করায় লাভ হতো দ্বিগুণ। এমন একটি মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের একটি দল। তারা হলো— বিপ্লব হোসেন রুবেল (৩২) ও ফারুক হোসেন (২৬)।

গ্রেফতারকৃতদের কাছ থেকে দুইশ' বোতল ফেনসিডিল, পানির বোতলে রাখা একুশ লিটার তরল ফেনসিডিল ও ৫০টি ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ফেনসিডিল বহনকারী একটি প্রাইভেটকার ( ঢাকা মেট্রো গ-১৫-১৫৫৮) জব্দ করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম ) সহকারী কমিশনার হান্নানুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী এই চক্রের সদস্যরা সীমান্ত দিয়ে ফেনসিডিল এনে একটি বোতলের ফেনসিডিল দুই বোতলে ভাগ করে পানি মিশিয়ে বিক্রি করতো। পানির সঙ্গে অন্য কোনও কেমিক্যাল ব্যবহার করতো কি না, তা পরীক্ষা করে দেখা হবে বলেও জানান তিনি।

ফেনসিডিল ডিবির কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পশ্চিমের একটি দল সোমবার (২০ মে) রাত আটটার দিকে হাতিরঝিল থানার মগবাজার রেলগেট এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটকায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক শহীদ গাড়ি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িতে থাকা অপর দুই আরোহী রুবেল ও ফারুককে আটক করলে, তাদের দেখানো মতে গাড়ির বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা ফেনসিডিলের বোতল ও তরল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ডিবির কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত দু’জনের গ্রামের বাড়ি দিনাজপুরে। দিনাজপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে ফেনসিডিল আনতো তারা। এসব ঢাকায় এনে দ্বিগুণ লাভের জন্য ভেজাল করে বিক্রি করতো তারা।

পুলিশ জানায়, গত কয়েক বছর ধরে দেশে ইয়াবার চালান বেশি আসায় ফেনসিডিলের কদর একটু কমে গিয়েছিল। এছাড়া ভারতীয় কর্তৃপক্ষও সীমান্তের আশপাশে থাকা ফেনসিডিল কারখানাগুলোতে অভিযান চালিয়ে সেসব বন্ধ করে দিয়েছে। এ কারণে ফেনসিডিলের একেকটি বোতল প্রায় এক হাজার টাকারও বেশি দামে বিক্রি হয়ে থাকে।

পুলিশ কর্মকর্তারা জানান, বর্তমানে ফেনসিডিল দামি মাদক হিসেবে বিবেচিত হয়। অনেক বিত্তশালী পরিবারের তরুণ ও চাকরিজীবী তরুণরা ফেনসিডিলে আশক্ত হয়ে পড়ছে। সন্ধ্যার পর এই মাদক ব্যবসায়ী চক্রটি হাতিরঝিল এলাকায় ফেনসিডিল বিক্রি করতো।


/এনএল/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ