X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

দেশকে ৫০ বছর পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৯, ২১:৩০আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২১:৩৩

জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন আইনমন্ত্রী আনিসুল হক রাজাকার, আল-বদর ও আল-শামস তাদের উত্তরাধিকার দিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধী এসব শক্তি বাংলাদেশকে আরও ৫০ বছর পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে।’ রবিবার (১৮ আগস্ট) বিকালে ঢাকার নিবন্ধন অধিদফতর প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে এখনও ষড়যন্ত্র আছে।এই ষড়যন্ত্র থাকবেই। তাই এই ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্রকে নির্মূল করতে হবে।’  তিনি  বলেন, ‘জাতির পিতাকে হত্যার কলঙ্ক আমরা কোনও দিন ঘোচাতে পারবো না। আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি। এখন যদি বাংলাদেশের সব মানুষের মুখে হাসি ফুটাতে পারি, তাহলেই বঙ্গবন্ধুর প্রতি আমাদের ঋণ কিছুটা হলেও শোধ করতে পারবো।’

আনিসুল হক বলেন, ‘আমাদের সামনে এখন দু’টি কাজ। একটি হচ্ছে, স্বাধীনতাবিরোধী শক্তির ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকা ও তা প্রতিহত করা। অন্যটি হলো বাংলাদেশের সব মানুষের মুখে হাসি ফোটানো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালীকরণের মাধ্যমেই কেবল এটা সম্ভব।’

আইনমন্ত্রীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে  আরও বক্তব্য রাখেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারোয়ার, নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক খান মো. আব্দুল মান্নান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব নরেন দাস প্রমুখ।  

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই