X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

শতভাগ ফেল করা দুই প্রতিষ্ঠানে পাঠদানের অনুমোদন বাতিলের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৯, ২১:৪১আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২১:৪৩

শতভাগ ফেল করা দুই প্রতিষ্ঠানে পাঠদানের অনুমোদন বাতিলের নির্দেশ শতভাগ ফেল করা দুই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের অনুমোদন বাতিলের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠান দু’টি হলো—রাজশাহীর পবা উপজেলার বাগসারা বালিকা উচ্চবিদ্যালয় ও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়া বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে রাজশাহী ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের এই নির্দেশ দেওয়া হয়। রবিবার (৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আনোয়রুল হক স্বাক্ষরিত আদেশটি সোমবার (৭ অক্টোবর) প্রকাশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাধারণ আটটি শিক্ষা বোর্ডের অধীন ২০১৯ সালের এসসসি পরীক্ষায় কেউ পাস করেনি এমন চারটি প্রতিষ্ঠানের মধ্যে বরিশাল শিক্ষা কোর্ডের দুটি, রাজশাহী ও দিনাজপুর শিক্ষা বোর্ডের একটি করে প্রতিষ্ঠান ছিল।  এমপিওভুক্ত বরিশাল শিক্ষা বোর্ডের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান দু’টির এমপিও স্থগিতের নির্দেশ দেওয়া হয় আগেই। আর গত ১৯ সেপ্টেম্বরের বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় নন-এমপিওভুক্ত দুই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্তের আলোকে নন-এমপিও দুই প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিলের নির্দেশ দেওয়া হয়।  

উল্লেখ্য, ২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় কেউ পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান ছিল ১০৭টি। এসব প্রতিষ্ঠানের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীন চারটি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কেউ পাস না করা প্রতিষ্ঠান ১০৩টি।

/এসএমএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ