X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ডেন্টালে ভর্তির কথা বলে টাকা আত্মসাৎ, জবি শিক্ষার্থী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২১, ১৬:৩৯আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৮:৪৫

ডেন্টালে ভর্তির আশ্বাস দিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৫ অক্টোবর) গোয়েন্দা ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে আটটায় গেন্ডারিয়া থানার নারিন্দায় অভিযান চালিয়ে আবু মুসা আসারী নামের ওই প্রতারককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের নাম লেখা ২টি ভুয়া পরিচয়পত্র, একাধিক ভুয়া এনআইডি কার্ড ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রবেশপত্রের কপি উদ্ধার করা হয়। গ্রেফতার মুসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দুই বছর ধরে তিনি এই প্রতারণায় জড়িত।

গোয়েন্দা ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, এক তরুণী গত ১০ অক্টোবর ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশ নিলেও উত্তীর্ণ হননি। ১২ অক্টোবর ফল প্রকাশের পর ওই তরুণীর বাবার সঙ্গে মুসা আসারীর ফেসবুকে পরিচয় হয়। মুসা আসারী নিজেকে স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দেয়। সে ওই মেয়ের রোল নম্বর নিয়ে জানায় মেয়েটির রেজাল্ট ভালো। চান্সও পেয়েছে। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনিয়মের কারণে তাকে চান্স না দিয়ে অন্য কাউকে দেওয়া হয়েছে। এরপর মুসা ভিকটিমকে জানায়, তিনি যদি মেয়েকে ডেন্টালে ভর্তি পাওয়াতে চান, তবে ১০ লাখ টাকা দিতে হবে। ভিকটিম জানায়, তার কাছে অত টাকা নেই। এটা শুনে মুসা বলে, এখন দুই লাখ দিন, বাকিটা ভর্তির পর দিলেও হবে।

মুসার কথা প্রথমে বিশ্বাস করেননি ভিকটিম। পরে তার ইমো আইডিতে ইউজিসির একটি পরিচয়পত্র পাঠায় মুসা আসারী। মোবাইলে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে চ্যাটিংয়ের ভুয়া স্ক্রিনশটও পাঠায়। এসব দেখে ভিকটিম কিছুটা আশ্বস্ত হলে মুসার সঙ্গে দেখা করে যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়কের রেটিনা কোচিং সেন্টারের সামনে বসে দুই লাখ টাকা দেন।

ওই তরুণীর বাবা আরও বলেন, টাকা দেওয়ার পরদিন মুসাকে ফোন দিয়ে রেজাল্টের বিষয়ে জানতে চাইলে সে জানায়, আজকের মধ্যেই উপরের মহলে আরও এক লাখ টাকা দিতে হবে, তা না হলে মেয়ের রেজাল্ট আগেরটাই থাকবে। তখন মুসার কথায় সন্দেহ হয় ভিকটিমের। মুসা ভিকটিমের কাছে টাকার জন্য বারবার ফোন দিতে থাকে। মেসেঞ্জারে হুমকি দেয় এই বলে- টাকা না দিলে ভিকটিমের মেয়েকে কোথাও ভর্তি হতে দেবে না।

এ ঘটনায় গত শনিবার (২৩ অক্টোবর) যাত্রাবাড়ী থানায় মামলা করেন ভিকটিম। পরে গোয়েন্দা (ওয়ারী) বিভাগে মামলা হস্তান্তর হলে রবিবার রাত সাড়ে আটটায় গেন্ডারিয়া থানার নারিন্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুসা এমন আরও অনেকের সঙ্গে প্রতারণা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

 

/এআরআর/এফএ/
সম্পর্কিত
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
অটোরিকশাচালককে হত্যার পর বস্তায় ভরে খালে ফেলে দিয়েছিল তারা: পুলিশ
শ্যালিকার সঙ্গে ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’, স্ত্রী-কন্যার হাতে বৃদ্ধ খুন
সর্বশেষ খবর
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস