X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নিজামীর মৃত্যুপরোয়ানা কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৬, ২১:৪৯আপডেট : ১৫ মার্চ ২০১৬, ২৩:০৯

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী মানবতাবিরোধী অপরাধী জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুপরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যু পরোয়ানা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।  মঙ্গলবার রাতেই নিজামীকে পরোয়ানা শোনানো হতে পারে।
এর আগে নিজামীর বিরুদ্ধে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে পৌঁছায়। মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার মেহেদি হাসানের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম ঢাকা মেট্রো-চ ৫৩-৮১২১ নম্বরের একটি মাইক্রোবাসে করে রায়ের কপি নিয়ে ট্রাইব্যুনালে পৌঁছান।
এ সময় রায় নিয়ে ট্রাইব্যুনাল রেজিস্ট্রারের সঙ্গে দেখা করেন তারা। পরে রেজিস্ট্রার রায়ের কপি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বিচারকদের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, রায় পর্যবেক্ষণ শেষে ট্রাইব্যুনালের তিন বিচারপতি রায়ের কপিতে স্বাক্ষর করার পর মৃত্যুপরোয়ানা লালসালুতে মুরিয়ে কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে পাঠানো হয়। রায়ের কপিগুলো মৃত্যু পরোয়ানার সঙ্গে লাল কাপড়ে বেঁধে কেন্দ্রীয় কারাগারসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিজামীর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। প্রধান বিচারপতি এস কে সিনহাসহ আপিল মামলার রায়দানকারী চার বিচারপতি রায়ে স্বাক্ষরের পর তা প্রকাশিত হয় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। পূর্ণাঙ্গ রায়টি লিখেছেন বিচারপতি নাজমুন আরা সুলতানা।

/ইউআই/এজে/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস