X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নখের সাজগোজ!

সুরাইয়া নাজনীন
১২ অক্টোবর ২০১৬, ১৪:০৪আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ১৪:০৮

রঙিন নখ

 

পোশাকের সঙ্গে কালার ম্যাচিং করে নখ রাঙানোর চল তো সেই কবে থেকেই চলে আসছে। তবে এ সময় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে নকশা, কারুকাজ আর বর্ণিল পাথরের ঝিলিকে নখের সাজ। ফুল, লতা, প্রজাপতির পাখা। টিনএজার থেকে মধ্যবয়স্ক- ফ্যাশনপ্রিয় সব মেয়ের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠেছে নখের অলঙ্করণ। গাঢ় বেজ নেইল পলিশের ওপর হালকা রঙের নকশা অথবা হালকা বেজ নেইল পলিশের ওপর গাঢ় রঙের নানা নজরকাড়া নকশা দিয়ে নখকে অনন্য করে তুলছে মেয়েরা। উপাদান হিসেবে কখনও যোগ হয়েছে অ্যাক্রেলিক গ্লিটার, মেটালিক গ্লিটার। কখনও যোগ হচ্ছে ফুলেল মোটিভ, পার্ল, ক্রিস্টাল, দামি স্টোনও বাদ যাচ্ছে না।

কাপ্তান-লেগিংস, টপস বা পশ্চিমা স্টাইলের পোশাকের সঙ্গে নখের এমন সাজ বেশ মানানসই। তবে দেশি পোশাকের সঙ্গেও মানিয়ে যায় এই সাজ। নখের সাজ আপনাকে তখনই স্টাইলিশ করে তুলবে যখন এর উপস্থাপন হবে যথাযথ। আগে দেখতে হবে আপনি কেমন অনুষ্ঠানে যাচ্ছেন। বন্ধুদের আড্ডা, বিয়ে, পার্টি, ক্লাস পার্টি বা ঘরোয়া কোনো পার্টিতে নখের এমন সাজ বেশ মানায়। তবে কোনও সেমিনার বা অফিসিয়াল পার্টিতে নখে হরেক রঙ ব্যবহার না করাই ভালো। প্রথমে নখগুলোর সুন্দর একটি আকৃতি দিয়ে নিন। একটি ব্রাশ দিয়ে খুব ধীরে ধীরে নখগুলো পরিষ্কার করে নিন। নখগুলো শুকাতে কিছুক্ষণ সময় দিন। এবার আপনার পছন্দের একটি রং নিয়ে এক পরত নেইল পলিশ লাগান। পুরোপুরি শুকাতে কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার আপনার নকশার ছাঁচে ভিন্ন একটি রঙের নেইল পলিশ ছড়িয়ে নিন ধীরে ধীরে। নরম রাবারের প্যাড দিয়ে ছাঁচে আস্তে করে চাপ দিন। এবার প্যাডের নকশা আপনার নখে হালকা করে চেপে ধরুন। এর ওপর স্বচ্ছ নেইল পলিশ লাগান। আপনি চাইলে ফুল কিংবা প্রজাপতির ডানায় রঙিন পাথরও লাগাতে পারেন। এরপর স্বচ্ছ নেইল পলিশ দিন। শুকানোর আগ পর্যন্ত অপেক্ষা করুন।

রঙে রঙে রঙিন নখ সাধারণ দুই বা তিন রঙে করা হয় এসব নখের সাজ। সে ক্ষেত্রে কিছু কিছু রঙের সঙ্গে কিছু নির্দিষ্ট রং বেছে নিতে পারেন। যেমন- গোলাপির ওপর পেস্ট বা লাল, সাদার ওপর কালো বা লাল অথবা নীল, বেগুনি। হলুদের সঙ্গে সাদা, নীলের সঙ্গে সাদা বা বেগুনি, সবুজ ও সাদা। তবে নেইল পলিশগুলো যেন ভালো ব্র্যান্ডের হয়। নখ পরিষ্কার করে নখে ভ্যাসলিন বা ভালো ময়েশ্চারাইজার যুক্ত লোশন ব্যবহার করতে পারেন। নখ পরিষ্কার করতে কুসুম গরম পানিতে কয়েক ফোঁটা লেবুর রস, মধু ও শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এতে নখ উজ্জ্বল হবে।

/এফএএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
এই ৫ কথা প্রকাশ্যে না আনাই ভালো
এই ৫ কথা প্রকাশ্যে না আনাই ভালো
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?