X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

চলছে ‘বাঁচাও নদী বুড়িগঙ্গা’ শীর্ষক প্রদর্শনী

লাইফস্টাইল ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৪:৫১

 

উদ্বোধনের পর অতিথিরা ছবি দেখছেন

দৈনিক আলোকিত বাংলাদেশের ফটোসাংবাদিক ফোজিত শেখ বাবুর ৫ম একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির আলিয়স ফ্রসেজের গ্যালারি জুমে এ প্রদর্শনী শুরু হয়েছে। ২৪ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী এ প্রদর্শনী চলবে। এ প্রদর্শনী সবার জন্য উন্মক্ত থাকবে।

শনিবার সন্ধ্যায় আলিয়স ফ্রসেজের মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান ‘বাঁচাও নদী বুড়িগঙ্গা’ শিরোনামের এ প্রদর্শনীটির উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী শাহাবুদ্দিন আহমেদ ওয়ার্ল্ড ইউনির্ভাসিটির ভিসি অধ্যাপক ড. আব্দুল মান্নান, লে. জেনারেল (অব:) হারুন-উর-রশিদ,  ঢাকাস্থ আলিয়স ফ্রসেজের পরিচালক মশিও ব্রুনুপ্লাস।

এসময় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, রাজধানীর পাশে অবস্থিত এ নদীটি নানা কারণে দূষিত হচ্ছে। বিষয়টি নিয়ে পরিবেশবাদীরা সোচ্চার। ফটোসাংবাদিক ফোজিত শেখ বাবু তার আলোকচিত্রের মধ্যদিয়ে এ দূষণের বিরূদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, তাই আমাদের সকলের তার পাশে থাকা প্রয়োজন। আশা করি, ক্রমেই বাবু সর্বত্র পরিবেশ দূষণের বিরূদ্ধে একজন ভালো আলোকচিত্র হিসেবে পরিচিত লাভ করবে।

ছবি দেখছেন মুগ্ধ দর্শক

অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেন, সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে বাবু যে কাজটি করে যাচ্ছে তার পাশে থেকে তাকে উৎসাহিত করা আমাদের থাকা আমাদের একান্ত কর্তব্য। আমাদের পরবর্তী প্রজন্মেকে একটি সুষ্ঠু পরিবেশ দিতে বুড়িগঙ্গাসহ সকল নদী দূষণের বিরূদ্ধে সোচ্চার হওয়া উচিত।

ফোজিত শেখ বাবু বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে বুড়িগঙ্গা নদীতে পরিবেশ বিপর্যয়ের বিভিন্ন চিত্র তুলে ধরতে চেষ্টা করছি, যা এ নদীকে বাঁচাতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও নদী দূষণের বিরূদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণে সক্রিয় ভূমিকা রাখার কোন বিকল্প নেই। তাহলেই দূষণের হাত থেকে মুক্ত হতে পারবে এ নদী।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস