X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ঈদ বাজার: গাউনের দাম ৩৫ হাজার!

মোহাম্মদ পারভেজ
১৮ জুন ২০১৭, ১৬:১৫আপডেট : ১৮ জুন ২০১৭, ১৭:৩০
image

কাপড় কিনে সেলাই করে ঈদ জামা বানানোতে অনেকেরই অনীহা এখন। এর চাইতে ঈদের আগে সাজানো গোছানো শোরুম থেকে রেডিমেড ঈদ পোশাক কিনতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন ক্রেতারা। তাই দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলোতে উপচে পড়া ভিড় এখন। এসব শো-রুমের পোশাকের দামও আকাশছোঁয়া।

স্মার্টেক্স এর এই গাউনের দাম ধরা হয়েছে ৩৫ হাজার টাকা  

শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেল, মার্কেটের সাধারণ দোকানগুলোর চাইতে বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের শো-রুমগুলোতে ক্রেতাদের ভিড় বেশি। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের আড়ং এর শো-রুমে গিয়ে দেখা গেল প্রচণ্ড ভিড়। এখানে পাঞ্জাবির দাম ১২ হাজার টাকা পর্যন্ত।  শাড়ি ২ হাজার টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। তবে জামদানি শাড়ি বিক্রি হচ্ছে ৬০ হাজার টাকায়। আড়ং এর বিক্রয়কর্মী সানজিদা জানান, মেয়েদের থ্রি-পিস ২ হাজার থেকে শুরু করে ১৫ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মো. মহসিন নামে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, এখানে দাম বেশি হলেও কাপড়ের মান ও ডিজাইন ভালো। তাই এখান থেকে ঈদের কাপড় কেনা হয়।

দেশি পোশাক কিনতে ক্রেতারা ঢুঁ মারছেন দেশী দশে...

বসুন্ধরা সিটি মার্কেটের দেশী দশে প্রচণ্ড ভিড় লক্ষ করা গেছে। দেশাল এর বিক্রয়কর্মী জেনি জানান, তাঁত, সুতি ও অ্যান্ডি কটনের শাড়ি পাওয়া যাচ্ছে দেশালে। দাম ৯০০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকার মধ্যে। তিনি জানান, মূলত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও মধ্যবিত্তরা এখানে আসেন শপিং করতে।  ইয়োলো এর শো-রুমে পাঞ্জাবি ১ হাজার ৯০০ থেকে শুরু করে ২ হাজার ৪০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। থ্রি-পিসের দাম ৩ হাজার টাকা থেকে শুরু করে ৭ হাজার টাকার মধ্যে। ইনফিনিটিতে পাঞ্জাবি ২ হাজার থেকে শুরু করে সাড়ে ৭ হাজার এবং শাড়ি সাত হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।

রেডিমেড পোশাক কিনতে ব্র্যান্ড পছন্দ করছেন ক্রেতারা

তবে ব্যতিক্রম দেখা গেল স্মার্টেক্স-এ। এখানে ঈদ উপলক্ষে লেডি গাউন নামক পোশাকের দাম ধরা হয়েছে ২০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৩৫ হাজার ৫০০ টাকা। শো-রুমের ক্যাশিয়ার বিপ্লব বলেন, ‘অন্যান্য দোকানের ভারতীয় কাপড় ও ডিজাইনের ছড়াছড়ি থাকলেও আমাদের শো-রুমে একেবারে নিজস্ব তৈরি এই লেডি গাউন। রোজার প্রথম দিকে অনেকগুলো বিক্রি হয়ে গেলেও এখনও বেশ কিছু রয়েছে।’ একই শো-রুমে আসা শারমিন নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানান, এখানে অন্যান্য শো-রুমের তুলনায় ব্যতিক্রম এই লেডি গাউন। তবে দাম অনেক বেশি।

/এমডিপি/এনএ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই