X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ঈদে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ভিড়

আসাদুজ্জামান রিপন
২৯ জুন ২০১৭, ১৬:১৭আপডেট : ২৯ জুন ২০১৭, ১৬:২৬

ঈদে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ভিড় নরসিংদী একমাত্র চিত্তবিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কজুড়ে এখন ঈদের আমেজ। ঈদের দিন থেকে সকল বয়সী দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখর হয়ে উঠেছে পার্কটি। কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে সংযোজন করা হয়েছে নতুন নতুন রাইডস, পার্কটি সাজানো হয়েছে বর্ণিল সাজে, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

বেসরকারি ব্যবস্থাপনায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পাঁচদোনার চৈতাবতে ৮৫ একর জমির উপর গড়ে উঠা দৃষ্টিনন্দন এই পার্কটি গত ছয় বছরে নজর কেড়েছে দর্শনার্থীদের। যেকোনও বয়সী মানুষের ঈদ বিনোদনের অন্যতম মাধ্যমে পরিণত হয় এই পার্ক। ঈদুল ফিতর উপলক্ষে আন্তর্জাতিক মানের এই পার্কটিকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সংযোজন করা হয়েছে ক্যাবল কারসহ নতুন নতুন সব রাইডস।

ঈদে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ভিড় এছাড়াও রয়েছে অত্যাধুনিক সুইমিংপুল, এয়ার বাইসাইকেল, বাম্পারকার, সোয়ান র্বোড, ওয়াটার র্বোড, অত্যাধুনিক রোলার কোষ্টার, ডেমুট্রেন, সুইং চেয়ার, স্পিপডবোট, প্রাকৃতি হ্রদ, বাচ্চাদের অতিপ্রিয় নটিক্যাসেল, জাম্পিং হর্স, লাফার কিংসহ আইসপাহাড়সহ অনেক মজাদার রাইড। এবারের ঈদের আনন্দ ও লম্বা ছুটি উপভোগ করতে অনেকেই স্বপরিবারে বেড়াতে এসেছেন এখানে। কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ব্যতিক্রমী সব রাইডস উপভোগ করে উচ্ছ্বসিত এখানকার দর্শনার্থীরা।

ঈদের দিন দর্শনার্থীর সংখ্যা খুব বেশি না হলেও ঈদের পরদিন সকাল থেকেই পার্কজুড়ে দর্শনার্থীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। দিন গড়িয়ে বিকাল বেলা এই ভীড় অনেকটা জনসমুদ্রে পরিনত হয়েছে।

নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে পার্কে আসা দর্শনার্থী সাবিনা ইয়াসমিন বলেন, ঈদের পর বাড়তি আনন্দ পেতে পরিবার পরিজন নিয়ে এখানে এসেছি। নিত্য নতুন রাইডসের পাশাপাশি পার্কটির পরিবেশ সত্যিই সুন্দর। সকলে খুব মজা করেছি।

ড্রিম হলিডে পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা বলেন, ঈদ উপলক্ষে নতুন নতুন রাইডস সংযোজনের পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করি সকল শ্রেণির মানুষ নির্বিঘ্নে ঈদ আনন্দ উপভোগ করতে পারছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকছে পার্কটি। প্রবেশে লাগে মাত্র দুইশত থেকে আড়াইশত টাকা। অন্যান্য রাইডসগুলোও নামমাত্র মূল্যে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু