X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ইলিশ ও চন্দ্রবিলাসের গল্প!

নওরিন আক্তার
০৭ আগস্ট ২০১৭, ১৭:৩০আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৭:৩৩
image

ঘুরতে যাওয়ার কোনও পরিকল্পনাই ছিল না। সন্ধ্যায় অফিস থেকে ফিরছিলাম, হঠাৎ দেখি বিশাল একটি চাঁদ প্রবল প্রতাপে রাজত্ব করছে আকাশে! এমন চাঁদ এই ইট-কাঠের নগরী থেকে দেখা রীতিমতো অন্যায়! সিদ্ধান্ত নিয়ে নিলাম হুট করেই। মাঝ নদীতে চলে যাব চাঁদের সৌন্দর্য উপভোগ করার জন্য। যেহেতু পরদিন কর্মক্ষেত্রে ফিরতে হবে, সেহেতু দূরে কোথাও যাওয়া যাবে না। কাছাকাছি কোথায় যাওয়া যায়? ঠিক হলো চাঁদপুর যাব। রাতে গিয়ে আবার রাতেই ফিরে আসবো। চাঁদ দেখা হবে, বাড়তি পাওয়া হিসেবে খাওয়া যাবে চাঁদপুরের ইলিশ! হুট করে করা এই পরিকল্পনায় সামিল হয়ে গেল আরও ৬ জন!
মাত্র ১ ঘণ্টার পরিকল্পনায় আমরা ৭ জনের দল হাজির হলাম সদরঘাটে। লঞ্চ রয়েছে বেশ কয়েকটি। ১১টার পর কেবল তিনটি লঞ্চ ঢাকা ছেড়ে যায়। আমরা বারোটার লঞ্চে চড়ে বসলাম। ঠিক বারোটায় ঢাকা ছেড়ে রওনা দিল এমভি রফরফ, যার ডেকে হইহই করছি আমরা!

মেঘে ঢাকা চাঁদ
লঞ্চ চলা শুরু করতেই শুরু হলো আড্ডাবাজি। লঞ্চের গতি তখনও বাড়েনি। তবে চাঁদের গতিবিধি বিশেষ সুবিধার ঠেকল না! চাঁদের মেঘের আড়ালে চলে যাওয়ার অপচেষ্টা দেখে যারপরনাই হতাশ আমরা। কী আর করা! চাঁদের মর্জি বোঝা মুশকিল। আড্ডার দল তখন দুইভাগে ভাগ হয়ে গেছে। একদল ডেকে, আরেক দল কেবিনে। প্রায় ১ ঘণ্টা চলে গেলেও চাঁদের দেখা আর পাই না। তবে মৃদুমন্দ বাতাসটা বেশ উপভোগ করছিলাম। নদীর এই ঠাণ্ডা বাতাস আমার ভীষণ প্রিয়। নিকষ কালো অন্ধকারে তখন এক আশ্চর্য প্রশান্তি।     
হঠাৎ মেঘের ফাঁক দিয়ে উঁকি দিল চাঁদ। মুহূর্তেই বদলে গেল নদীর চেহারা! পুরো নদী যেন ঝলমল করে উঠলো নিমিষেই। থেমে গেল আমাদের আড্ডা, কোলাহল। মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম আমরা। চাঁদ থেকে চুইয়ে চুইয়ে জোছনা ঝরে পড়ছে নদীতে। সেই জোছনা যেন নদীর ঢেউয়ের সঙ্গে ভেসে চলেছে অজানায়। মনে হলো যেন ঝকমকে জোছনার নদীর মাঝে দাঁড়িয়ে আছি! এই সৌন্দর্য বর্ণনার নয়, কেবলই উপভোগের।

নদীর বুকে চাঁদের ছায়া
চাঁদ, মেঘ আর নদীর মাঝে বুঁদ হয়ে ছিলাম বেশ অনেকক্ষণই। সাড়ে ৩টার আগে আগে পৌঁছে গেলাম চাঁদপুর লঞ্চঘাটে। নেমে দেখি লঞ্চঘাট এই রাতেও জেগে আছে। শোরগোল, হাঁকডাকে মুখরিত একেবারে। প্রচণ্ড ক্ষুধার্ত তখন আমরা। গরম গরম ইলিশ মাছ ভাজা আর সাদা ভাত খাওয়ার উদ্দেশ্যে ঢুকলাম হোটেলে। আলু ভর্তা, ইলিশ মাছ ভাজা ও ইলিশের লেজ ভর্তা দিয়ে ভাত খেয়ে ভোর দেখার জন্য চলে গেলাম মোহনায়। লঞ্চঘাটের একদম কাছাকাছি নদীর পাড় বা মোহনা।

ইলিশ মাছ ভাজা

সূর্য তখনও ওঠেনি, তবে তোড়জোড় করছে। পুব আকাশ রক্তিম হতে শুরু করেছে সবে। প্রাণ জুড়ানো ঠাণ্ডা বাতাস উপভোগ করতে করতে ভাবলাম, এমন নির্মল ভোর শেষ কবে দেখেছি?

বেশিক্ষণ বসার সুযোগ হলো না, ঠিক ৬টার লঞ্চ ধরতে হবে আমাদের। চমৎকার একটি ভোর দেখার স্মৃতি ও অনেকগুলো ভালো লাগাকে সঙ্গে নিয়ে ফিরে চললাম প্রাণের শহর ঢাকায়।

নদীর পাড়ের স্নিগ্ধ ভোর
জেনে নিন
সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে চাঁদপুরের লঞ্চ রয়েছে। ডাবল কেবিনের ভাড়া ৮০০ টাকা থেকে শুরু। ডেকের ভাড়া ১০০ টাকা। ঢাকা থেকে চাঁদপুর পৌঁছতে সময় লাগে সাড়ে ৩ ঘন্টা। ফিরতি লঞ্চ ধরতে পারবেন ভোরেই। তবে সে সময় মানুষের ভিড় একটু বেশি থাকে। তাই লঞ্চ থেকে নামার সময়ই ফিরতি টিকেট করে রাখলেই ভালো করবেন।
লঞ্চঘাটের হোটেলগুলোতে ইলিশ খেতে চাইলে ভালো করে দরদাম করে নেবেন। সংখ্যায় বেশি মানুষ হলে আস্ত ইলিশ কিনে নিন। ইলিশ খাওয়ার পর নিরিবিলিতে ভোর দেখতে চাইলে নদীর পাড় চলে যান। যেকোনও অটোকে বললেই নিয়ে যাবে। জনপ্রতি ১০ টাকা পড়বে ভাড়া।
নদীর বুকে চাঁদ দেখার অভিজ্ঞতা না থাকলে যেকোনও পূর্ণিমার রাতে চলে যেতে পারেন লঞ্চ ভ্রমণে। হলফ করে বলতে পারি, এক রাতের ছোট্ট ভ্রমণে প্রাপ্তির হিসেবটা মনে থাকবে আজীবন!

/এনএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই