X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

চাই সচেতনতা

আহমেদ শরীফ
০৮ আগস্ট ২০১৭, ১৪:১৩আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৪:৪০

চাই সচেতনতা
আপনি, আমি আমরা সবাই একটি সভ্য সমাজেই বসবাস করি। তবে আমাদেরই মাঝে অনেকে নিজেদের আচরণে অসতর্ক হয়ে পড়ে। এতে করে আশেপাশের পরিবেশ, রাস্তাঘাট, সমাজ হয়ে উঠে বসবাসের অযোগ্য। পারিপার্শ্বিক পরিস্থিতি সুন্দর রাখতে নিচের কয়েকটি সতর্কতা সহ অনেক ক্ষেত্রেই সচেতনতা জরুরি-

১.       রান্নার উচ্ছিষ্ট , বাসার ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না। বাসার পাশে ডাস্টবিন থাকলে  পুটলিতে করে সেখানে ফেলুন। বেশিরভাগ এলাকায় ময়লা নিয়ে যাওয়ার লোক আসে, পুটলি করে নয়তো তাদের জন্য নির্দিষ্ট সময় বাসার পাশে  ময়লা রেখে দিন ।

২.       অনেকেই বাসার ছাদের রেলিংয়ে অরক্ষিত অবস্থায় গাছের টব রাখেন। এটা ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে। দমকা বাতাসে বা হাতের ধাক্কায় ঐ বাসার পাশ দিয়ে চলাচলকারী পথচারীর মাথায় উপর থেকে টব পড়ে মারা গেছে অনেক পথচারী। চিন্তা করুন কি ভয়াবহ ব্যাপার।  ঢাকাতেই বেশ কয়েকটি ঘটনা ঘটেছে কয়েক বছরে।

৩.       আপনার প্রাইভেট কার থেকে কি  হাইড্রোলিক বা অসহনীয় হর্ন বের হয়? তাহলে তা সহনীয় পর্যায়ে নিয়ে আসার ব্যবস্থা নিন। কারণ হাইড্রোলিক হর্নের কারণে শব্দদূষণ এখন মারাত্মক আকার ধারণ করেছে। এতে করে রাস্তায় চলা মানুষের উচ্চ রক্তচাপসহ অনেক রোগ বাড়ছে । হাসপাতাল, স্কুল, মসজিদ- মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় অহেতুক হর্ন বাজানো থেকে বিরত থাকুন। 

৪.       সকাল- রাত যখনই হোক বাসায় লাউড স্পিকারে বা ফুল ভলিউম দিয়ে গান শোনা থেকে বিরত থাকুন। এতে আশেপাশের মানুষ বিরক্ত হতে পারেন। পাশের ফ্ল্যাটে বা পাশের ভবনে রোগী বা  পরীক্ষার্থী থাকতে পারে, সে কথাও বিবেচনা করুন।

৫.       পান খেয়ে যেখানে সেখানে পিক ফেলা একটা দৃষ্টকটু ব্যাপার। তাই যেখানে সেখানে পিক বা থুতু ফেলা থেকে বিরত থাকুন।

৬.       পাবলিক প্লেসে সবার সামনে  ধূমপান করা একটি গর্হিত অপরাধ, মনে রাখুন।

৭.       যানজটে সবাইকে পেছনে ফেলে আগে যেতে ফুটপাতে মোটরসাইকেল নিয়ে ছুটে চলা থেকে বিরত থাকুন।

৮.       ঢাকাসহ দেশের প্রায় সব ফুটপাত, বাসস্ট্যান্ড, রেল স্টেশনে কুৎসিত একটি ব্যাপার দেখা যায়। অনেক পথচারী বা যাত্রী নির্লজ্জের মতো ফুটপাত বা স্টেশনের যেখানে সেখানে প্রস্রাব করেন। এতে উৎকট গন্ধের কারণে সে সব জায়গা দিয়ে অন্যরা চলাফেরা করতে পারেন না। এটা বড় ধরনের অসভ্যতা। আপনি পথচারী হলে আশে পাশে পাবলিক টয়লেট খুঁজে  প্রস্রাবের কাজ সারতে পারেন। পাবলিক টয়লেট না পেলে হোটেল বা মসজিদের টয়লেটে যান। আর যাত্রী হলে  একটু ধৈর্য্য ধরে স্টেশনের টয়লেটেই যেতে পারেন আপনি।

এসব সাধারণ আচরণে সব সময় সতর্কতা অবলম্বন করলে আপনার চারপাশ এমনিতেই সুন্দর ও স্বাস্থ্যকর হয়ে উঠবে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে