X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

শুরু হচ্ছে ‘সেরা রাঁধুনী’

লাইফস্টাইল ডেস্ক
১৬ অক্টোবর ২০১৭, ১৪:৩০আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৪:৩৪

শুরু হচ্ছে ‘সেরা রাঁধুনী’ জমজমাট প্রতিদ্বন্দ্বিতার প্রতিশ্রুতিতে নতুন আঙ্গিকে শুরু হচ্ছে সেরা রাঁধুনী ১৪২৪। দেশ-বিদেশের ভিন্ন ভিন্ন রান্নায় পারদর্শিতা দেখিয়ে যিনি সবার মন জয় করতে পারেন তিনিই তো অসাধারণ। সারাদেশ থেকে এমনই অসাধারণকে খুঁজে বের করতে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সুপরিচিত ব্র্যান্ড রাঁধুনীর নিয়মিত উদ্যোগ ‘সেরা রাঁধুনী’ এর পঞ্চম আসর মাছরাঙা টেলিভিশনে শুরু হতে যাচ্ছে খুব শিগগিরই।

গতবারের ভিন্ন ও সফল আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে ‘সেরা রাঁধুনী ১৪২৪।’ আয়োজনে যুক্ত হয়েছে আরও নতুন মাত্রা। থাকছে আরও অভিনব সব পর্ব এবং উপভোগ্য ও কঠিন প্রতিদ্বন্দ্বিতার প্রতিশ্রুতি। এসবের ইঙ্গিত দিয়েই ১৫ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের হল রুম সুরমায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের সেরা রাঁধুনীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা জাকির ইবনে হাই, জেষ্ঠ্য ব্যবস্থাপক, বিপণন, ইমতিয়াজ ফিরোজ, মাছরাঙা টেলিভিশনের ডিজিএম, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স এস. এম. ছারোয়ার হোসেন, মিডিয়াকম লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা অজয় কুমার কুন্ডু, প্রতিযোগিতার দুই বিজ্ঞ বিচারক এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র ও রন্ধন বিশেষজ্ঞ নাহিদ ওসমান-সহ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, মিডিয়াকম লিমিটেড এবং মাছরাঙা টেলিভিশনের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ। মূল বক্তব্য রাখেন জনাব জাকির ইবনে হাই। বক্তাদের বক্তব্যে জানা যায়, এবারের সেরা রাঁধুনী প্রতিযোগিতা আমন্ত্রণ জানাচ্ছে সেইসব প্রতিযোগীকেই, রান্নায় বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতায় যারা অন্যদের চেয়ে একটু এগিয়ে।

এবাবের সেরা রাঁধুনী ১৪২৪-এর ভিন্নধর্মী প্রতিযোগিতামূলক প্লাটফর্ম আবিষ্কার করতে চায় সাধারণ মানুষের মাঝে লুকিয়ে থাকা অসাধারণ গুণকে। প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ১৫ অক্টোবর শুরু হয়ে ১৪ নভেম্বর ২০১৭ পর্যন্ত চলবে। রান্নায় নিজের দক্ষতা প্রমাণ করতে ১৮ বছরের বেশি বয়সী যেকোনও বাংলাদেশি নারী-পুরুষ এতে অংশ নিতে পারবেন। বাছাইয়ের জন্য পুরো বাংলাদেশকে ৭টি আলাদা অঞ্চলে ভাগ করে অডিশনের মাধ্যমে ৪০ জনকে বেছে নেওয়া হবে।

মূল বিচারকের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ শেফ শুভব্রত মৈত্র, রন্ধন বিশেষজ্ঞ নাহিদ ওসমান এবং অভিনেত্রী পূর্ণিমা। গতবারের মতো এবারেও উপস্থাপনার দায়িত্বে থাকবেন রুমানা মালিক মুনমুন।

 

 

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘দরিদ্ররা সরকারি স্বাস্থ্যসেবার ২০ শতাংশও ভোগ করতে পারে না’
‘দরিদ্ররা সরকারি স্বাস্থ্যসেবার ২০ শতাংশও ভোগ করতে পারে না’
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ