X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে জার্মান ফার্নিচার ব্র্যান্ড

আজরাফ আল মূতী
২২ জানুয়ারি ২০১৮, ১৫:৫১আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৫:৫৭

বাংলাদেশে জার্মান ফার্নিচার ব্র্যান্ড ২১ জানুয়ারি রাজধানীর বনানীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘হ্যাফলে ডিজাইন সেন্টার’। নান্দনিক ও অভিনব নকশসম্বলিত সব উপকরণ দিয়ে সাজানো হয়েছে বনানীর ৩,৩০০ বর্গফুটের হ্যাফলে ডিজাইন সেন্টারের শোরুমটি। হ্যাফলের ফার্নিচার উপকরণের মধ্যে রয়েছে হিঞ্জেস, ড্রয়ার, হাতল ও নানা ধরনের আলোকসজ্জা। অন্যদিকে নকশা সংক্রান্ত উপকরণে রয়েছে ডোর হার্ডওয়্যার, ইলেকট্রনিক লকিং সিস্টেম থেকে শুরু করে ইত্যাদি আরও অনেক গৃহস্থালী পণ্যের দেখা মিলবে এখানে.

প্রথমবারের মতো ঢাকার হ্যাফলে ডিজাইন সেন্টারটিতে প্রজেক্ট কাস্টমারদের জন্য ডিসপ্লে রুমের ব্যবস্থা রাখা হয়েছে। ৩৬০ ডিগ্রি প্রজেক্ট সার্ভিসের সমন্বয়ে উক্ত রুম বা কক্ষে রয়েছে কার্যকর প্রজেক্ট সল্যুশনস যেখানে পুরো প্রজেক্ট বা প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা পাওয়া যাবে। সেখানে আগুন প্রতিরোধক দরজা, গ্লাস ডোর, আবাসিক দরজা এবং হোটেলের দরজার বিভিন্ন ডোর অ্যাপ্লিকেশন লাইভ ডিসপ্লে দেখার অভিজ্ঞতা পাবেন ক্রেতারা। পাশাপাশি প্যানিক এক্সিট ডিভাইস, প্যাচ ফিটিংসসহ বিশ্বমানের ডিজিটাল ডোরের বিশাল সম্ভার রাখা হয়েছে এখানে।

অন্যদিকে বাথরুম সল্যুশনস ও ডোর সিস্টেমের উপকরণ রয়েছে সেন্টারটিতে। স্মার্ট অ্যাপ্লায়েন্সের মধ্যে রয়েছে ফিল্টারমুক্ত এক্সট্রাকশন হুড, রূপান্তরিত রেফ্রিজারেটর এবং স্লাইডিং সল্যুশনস। বাড়িঘরের নকশা সংক্রান্ত সল্যুশনসের মধ্যে রয়েছে কিচেন সল্যুশনস, ব্লামের লেগ্রাবক্স, স্কিডো ড্রয়ার ম্যাট এবং কানেক্ট কাটল্যারি অর্গানাইজার্স।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিঞ্জ এবং হ্যাফলে দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক ইউর্গেন উল্ফ।

হ্যাফলে দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ইউর্গেন উলফ উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “বিভিন্ন হোটেল ও বাণিজ্যিক প্রকল্পে পণ্য সরবরাহের মাধ্যমে আমরা ২০০৭ সালে প্রথম বাংলাদেশে পরিচালনা আরম্ভ করি। তখন আমাদের ছোট একটি দল এবং কয়েকজন বিক্রয় প্রতিনিধি ছিল। তবে ব্যাপক চাহিদার কারণে সেবা ও কারিগরি সহায়তা দলের সমন্বয়ে আমরা বাংলাদেশে আঞ্চলিক অফিস প্রতিষ্ঠার মাধ্যমে যাত্রা শুরু করলাম, এর ফলে ক্রেতারা এখন থেকে উন্নত মানের বিক্রয় পরবর্তী সেবা পাওয়ার সুযোগ পাবেন।”

জার্মানভিত্তিক প্রতিষ্ঠান দ্য হ্যাফলে গ্রুপের প্রধান কার্যালয় জার্মানির ন্যাগোল্ডে অবস্থিত। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস