X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

পালিত হলো সপ্তম সাইকেল লেন দিবস

হাসনাত নাঈম
০৬ এপ্রিল ২০১৮, ১৬:৩৬আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৬:৪০

পালিত হলো সপ্তম সাইকেল লেন দিবস প্রতি বছরের মতো এবারও সাইক্লিস্টদের অধিকার আদায়ের লক্ষ্যে পালিত হলো 'সপ্তম সাইকেল লেন দিবস ২০১৮'। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শুক্রবার (৬ এপ্রিল) সকালে দেশের সকল সাইক্লিস্টদের উদ্যোগে আয়োজন করা হয় এ অনুষ্ঠান। মানিক মিয়া এভিনিউ এর একপাশ বন্ধ রেখে বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রার মাধ্যমে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ ও সাইক্লিং উৎসাহিত করা হয়। এসময় দাবি জানানো হয় উন্নত বিশ্বের মতো রাজধানী ঢাকাতে আলাদা সাইকেল লেন করার। সাইকেল র‍্যালি ছাড়াও সেখানে সাইক্লিস্টরা রাস্তায় ব্যাডমিন্টন, দাবা, ক্যারামসহ নানা সাইকেলের কলাকৌশল দেখায়।

'জ্বালানী সাশ্রয়, যানজট রোধে সাইকেল লেন হোক বাস্তবায়ন হোক' এই স্লোগান নিয়ে সাইকেল লেন দিবস পালন করে সমবেত হওয়া সাইক্লিস্টরা।

পালিত হলো সপ্তম সাইকেল লেন দিবস এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিজিএমইএ এর সাবেক সভাপতি মো: আতিকুল ইসলাম, চিত্রনায়ক ফারুক, দুরন্ত সাইক্লিং এর ব্র্যান্ড ম্যানেজার এ.এম. রাকিবুল হাসান, সাবেক ফুটবলার আবু নাসের খানসহ আরও অনেকে।

অনুষ্ঠানে আরেফিন সিদ্দিক বলেন, দৈনিক শারীরিক ব্যায়ামের একটা অংশ হলো সাইকেলিং। আমরা যদি নিয়মিত সাইকেলিং করি, তবে দেহ ও মন সুস্থ থাকবে। আমাদের তরুণ প্রজন্মের জন্য এটা খুবই জরুরি। আর এটা যদি বাস্তবায়ন করা যায় রাস্তায় গাড়ির ব্যবহার দ্রুত কমবে ও একটি বিশুদ্ধ নগরী গড়ে তোলা সম্ভব হবে।

আতিকুল ইসলাম বলেন, উন্নত দেশগুলোতে সাইকেল লেন আলাদা করা আছে। আমরা উন্নত দেশের দিকে অগ্রসর হচ্ছি। সুতরাং আমাদেরও সাইকেল করা দরকার। সমাজকে মাদক মুক্ত করতে সাইকেলিং এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের আশ্বস্ত করছি, সামনের সিটি কর্পোরেশন নির্বাচনে যদি জয়ী হতে পারি তবে এই ঢাকা শহরে আলাদা সাইকেল লেন করার ব্যবস্থা করব।

পালিত হলো সপ্তম সাইকেল লেন দিবস চিত্রনায়ক ফারুক বলেন, ইশোশন ছাড়া কোনও কিছু সম্ভব হয় না। ইমোশন না থাকলে এই বাংলাদেশের জন্ম হতো না। আমরা সাইকেল লেনটা চাই, এ কথা বলতে চাই না। আমাদের সাইকেল লেন দরকার, এটা বলতে চাই। আমাদের প্রধানমন্ত্রী দরদী, তার কাছে কিছু চেয়ে কখনও ফেরত আসেনি। আশা করছি, এই ঢাকা শহরে অচিরেই তিনি সাইকেলের আলাদা লেনের ব্যবস্থা করবেন।

পালিত হলো সপ্তম সাইকেল লেন দিবস অনুষ্ঠানে আরো জানানো হয়, যানজটে দিনে নষ্ট হচ্ছে ৫০ লাখ কর্মঘন্টা। বছরে আর্থিক ক্ষতির পরিমাণ ২২ হাজার কোটি টাকা। আর্থিক ও স্বাস্থ্যগত সমস্যা’  নগরীর যানজট পরিস্থিতির ভয়াবহতার চিত্র দূরিকরণে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ ও সাইক্লিং উৎসাহিত করা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। যানজটের ক্ষতিকর প্রভাবের কারণে মানুষ প্রয়োজনীয় বিশ্রামের সময় পাচ্ছে না। ক্রমেই মানুষ ক্ষুব্ধ হয়ে যাচ্ছে। এ থেকে পরিত্রণের জন্য ব্যক্তিগত গাড়ির নিয়ন্ত্রণ করা খুবই জুরুরি হয়ে পড়েছে। ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন আরও জোরদার করা প্রয়োজন। তা না হলে ঢাকা শহর এক সময় স্থবির হয়ে যাবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চম বারের মতো কমলো সোনার দাম
পঞ্চম বারের মতো কমলো সোনার দাম
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না: দীপু মনি
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না: দীপু মনি
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে