X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নাম খোদাই করেই চলে তার সংসার

শাহরিয়ার খান নোবেল
০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩১

সফেদ পাঞ্জাবিতে ষাটোর্ধ্ব স্থির মানুষ আবুল কাশেম। বিশ বছর ধরে নামই তার চারজনের সংসারের সম্বল। তবে নিজের নয়, অন্যের নাম। সাদা কাঠের গায়ে নিপুণ হাতে নাম খোদাই করে যা আয় হয় তাতেই দুই দশক ধরে তিনি টানছেন সংসারের ঘানি।

পর্যটনসমৃদ্ধ কুমিল্লার ঐতিহাসিক ময়নামতি শালবন বিহার আর ময়নামতি জাদুঘরের মাঝামাঝি জায়গায় প্রতিদিন শ’খানেক নামের পসরা সাজিয়ে বসেন তিনি। এসব জায়গায় ঘুরতে আসা বেশিরভাগ পর্যটকই এসে থামেন আবুল কাশেমের এই নামের দোকানের পাশে। খোঁজেন নিজের কিংবা প্রিয়জনের নামটি। খুঁজে পেলে তাদের অনেকেই কিনে নেন এসব নাম।

নাম খোদাই করেই চলে তার সংসার

কাঠের গায়ে খোদাই করা নাম কেনার প্রতি বেশ আগ্রহ দেখা যায় দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকদের মাঝে। শুধু নামই না, ধর্মীয় বিভিন্ন শব্দ ও প্রচলিত অনেক বাণীও খোদাই করেন আবুল কাশেম। এগুলোরও চাহিদাও আছে বেশ।

এক একটি খোদাই করা নামের জন্য আবুল কাশেম নেন ৩০ টাকা। তবে শুধু সাদা কাঠের গায়ে নাম নিয়ে অনেক ক্রেতাই সন্তুষ্ট হতে পারেন না। কেউ কেউ আবার চান রঙিন নাম। সেক্ষেত্রে আবুল কাশেম বেশ দক্ষ হাতে নামগুলোতে প্রথমে আঠা দিয়ে পরে রঙ করে দেন। অবশ্য এতে বাড়তি ১০ টাকা গুণতে হয় ক্রেতাদের।

এমনই এক ক্রেতা চট্টগ্রাম থেকে ঘুরতে আসা পাভেল সরকার। তিনি প্রতি বছরই ঘুরতে আসেন এই এলাকায়। আর নিয়ে যান পরিবারের কারও না কারও খোদাই করা নাম। পাভেল বলেন, 'আমি এদিকে আসলেই পরিবার ও বন্ধুদের নাম খোদাই করে নিয়ে যাই। একটা স্মৃতি থাকে। সবাই খুব খুশি হয় এসব নাম উপহার পেয়ে।’

আবুল কাশেমের সঙ্গে কথা বলে জানা যায়, এই নামের ব্যবসার ওপর ভর করেই তিনি তার সংসার চালিয়ে যাচ্ছেন। ছেলেমেয়েদের লেখাপড়াও করিয়েছেন। দিয়েছেন বিয়েও। এখন এই ব্যবসা থেকেই চলে তার যাবতীয় খরচ আর চিকিৎসা ব্যয়।

অনেক আগে খুলনায় এক ব্যক্তির কাছ থেকে নাম খোদাইয়ের কাজ শিখেছিলেন তিনি। এরপর থেকে এই কাজকেই নিয়েছেন পেশা হিসেবে।

করোনাভাইরাস যেমন সবাইকেই পিছিয়ে দিয়েছে, তেমনি ব্যতিক্রম নন আবুল কাশেমও। তিনি বলেন, 'এই নামের ব্যবসায় আমি কখনো লসে পড়িনি। তবে ইদানীং করোনার জন্য পর্যটক কম। আমার ব্যবসাতেও মন্দা চলছে। দেশ-পরিস্থিতি ঠিকঠাক হলে আশা করি আবারও ব্যবসা জমজমাট হবে।'

যে কাঠের ওপর ভর করে তার জীবন-সংসার তার প্রতিও আছে আবুল কাশেমের বেশ মায়া। আবুল কাশেম বলছিলেন, ‘কাঠ আসে গাছ থেকে। এই কাঠ দিয়েই আমার সংসার চলে। এখন সবাই গাছ কাটে বেশি, লাগায় কম। সবাই গাছ লাগালে খুব ভালো হতো। পরিবেশও ভালো থাকতো।'

কাঠ খোদাই এর এই শিল্প বাঁচিয়ে রাখতে চাইলেন পৃষ্ঠপোষকতাও।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজকের আবহাওয়া: ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান