X
সকল বিভাগ
সেকশনস
সকল বিভাগ

নারী কর্মীদের নিয়ে পেপারফ্লাইয়ের ‘ডিভাস অন দ্য রাইজ’

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৭:৩৩
imagedocument

নারী কর্মীদের মনোসামাজিক ক্ষেত্রে উন্নয়ন বিষয়ে জ্ঞান বিনিময় সভা করেছে দেশের প্রযুক্তিখাতের লজিস্টিক নেটওয়ার্ক ‘পেপারফ্লাই।’ সম্প্রতি অনুষ্ঠিত ‘ডিভাস অন দ্য রাইজ’ শিরোনামের অধিবেশনে পেপারফ্লাইয়ের নারী কর্মীরা স্বাস্থ্য, কর্মজীবন এবং ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেন। 

নারী কর্মীদের নিয়ে পেপারফ্লাইয়ের ‘ডিভাস অন দ্য রাইজ’

পেপারফ্লাই প্রতি বছরে তিনবার তাদের নারী কর্মী যারা- 'ফ্লাইডিভাস’ নামে বেশি পরিচিত তাদের জন্য এ ধরনের সেশনের ব্যবস্থা করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকম এক্সপ্রেসের কো-ফাউন্ডার মঞ্জু ধাওয়ান। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মাইন্ডশেয়ার বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসনুভা আহমেদ এবং ব্রাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সামিনা ডি. আমিন। সভায় আরও উপস্থিত ছিলেন পেপারফ্লাই হিউম্যান রিসোর্স ম্যানেজার নাসিমা আহমেদ, অ্যাসিসটেন্ট ম্যানেজার আবিদা চৌধুরী এবং মার্কেটিং কমিউনিকেশনের অ্যাসিসটেন্ট ম্যনেজার মোশারাত আহমেদ মেহেক।

অধিবেশনে বক্তারা মেয়েদের আত্মবিশ্বাস বাড়ানোর উপর জোর দিয়ে বলেন, ‘নারী কর্মীদের উচিত অফিসে তাদের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ উন্নয়নের মাধ্যমে অফিসে ভারসাম্যপূর্ণ পরিবেশ বজায় রাখা।’ ইকম এক্সপ্রেসের কো-ফাউন্ডার মঞ্জু ধাওয়ান বলেন, ‘আমাদের সব কিছু করার ইচ্ছাশক্তি থাকতে হবে।’

ব্যাংকার সামিনা ডি. আমিন বলেন, 'সবকিছুই নির্ভর করে ইচ্ছার উপর। আমাদের শুধু নিজের আত্ম-শক্তিকে জাগ্রত করে সঠিক ভাবে এগিয়ে যেতে হবে।’ দীর্ঘদিনের এজেন্সি ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে মাইন্ডশেয়ারের তাসনুভা আহমেদ বলেন, ‘পেশা ও ব্যক্তিগত জীবনের মধ্যে পার্থক্য অনেক বেশি। এখানে যদি একজনের কোনও সমস্যা হয়, তবে সবার উপরে তার প্রভাব পড়বে।'

 প্রযুক্তিনির্ভর ডেলিভারি নেটওয়ার্ক হিসেবে পেপারফ্লাই লজিস্টিক ইন্ডাস্ট্রিতে নারী কর্মীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে। এমনকি তাদের অপারেশনে একাধিক মহিলা রাইডার এবং ডেলিভারি অফিসার রয়েছে।

/এনএ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
বৈশ্বিক সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব
গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ-এর প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকবৈশ্বিক সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব
ডিম ছাড়ছে না হালদার মা মাছ, ভারী বৃষ্টির অপেক্ষা
ডিম ছাড়ছে না হালদার মা মাছ, ভারী বৃষ্টির অপেক্ষা
নরসিংদী রেল স্টেশনে সেদিন কি ঘটেছিল?
নরসিংদী রেল স্টেশনে সেদিন কি ঘটেছিল?
মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা
মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা
এ বিভাগের সর্বাধিক পঠিত
যেভাবে এসি ব্যবহার করলে বিদ্যুৎ খরচ কমবে
যেভাবে এসি ব্যবহার করলে বিদ্যুৎ খরচ কমবে
চুল শক্তিশালী করার টিপস
চুল শক্তিশালী করার টিপস
দশ মিনিটেই ডিম-পেঁয়াজের পাকোড়া
দশ মিনিটেই ডিম-পেঁয়াজের পাকোড়া