X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

টিভি স্ক্রিন পরিষ্কার করবেন যেভাবে

আহমেদ শরীফ
২৬ ডিসেম্বর ২০২১, ১৫:৫৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৫:৫৫
imagedocument

টিভি স্ক্রিন, কম্পিউটার স্ক্রিন, সেলফোন বা আইফোন চার্জিং পোর্ট পরিষ্কার করতে চাইলে প্রথমে খেয়াল করতে হবে কী দিয়ে ও কীভাবে পরিষ্কার করছেন। টিভি স্ক্রিন পরিষ্কার করার ক্ষেত্রে আগে টিভিটা বন্ধ করে নেওয়া জরুরি।

টিভি স্ক্রিন পরিষ্কার করবেন যেভাবে


১. আমেরিকান ক্লিনিং ইনস্টিটিউটের এক্সপার্ট জেসিকা ইক এর মতে, এখনকার বেশিরভাগ টিভি স্ক্রিনই একটু সেনসেটিভ হয়। একটু জোরে চাপ পড়লেই স্ক্রিনে দাগ পড়ে যায়। তাই টিভি স্ক্রিন পরিষ্কারের ক্ষেত্রে মাইক্রো ফাইবার কাপড় ব্যবহার করতে পরামর্শ দেন তিনি। এ ধরণের কাপড় বেশ নরম হয় বলে তা দিয়ে যেকোনো ধরণের টিভি স্ক্রিন পরিষ্কার করা সহজ। এতে টিভি স্ক্রিনে দাগ পড়া বা ক্ষতির আশংকা থাকে না। টিভি স্ক্রিন পরিষ্কার করতে পেপার টাওয়েল, টিস্যু পেপার বা শক্ত ধরনের কাপড় ব্যবহার করা ঠিক না।

২. পরিষ্কারের সময় খেয়াল করে স্ক্রিনের প্রত্যেক কোণায় থাকা ময়লা পরিষ্কার করুন। কিছুক্ষণ পর পর কাপড়টা উল্টে নিন। এতে কাপড়ের ময়লা স্ক্রিনে লাগবে না। পরিষ্কার করার সময় জোরে চাপ দেবেন না, এতে স্ক্রিন ক্ষতিগ্রস্ত হতে পারে।

৩. টিভি স্ক্রিনে সরাসরি কোনও পরিষ্কারক লিকুইড স্প্রে করবেন না। সেক্ষেত্রে কাপড়ে অল্প স্প্রে করে স্ক্রিনটা আলতো করে পরিষ্কার করুন।

৪. স্ক্রিনে দাগ যেন না পড়ে সেজন্য জেসিকা বলেছেন, উপর-নিচে বা আড়াআড়ি একবার মোছার পর আবারো মুছতে হবে। লিকুইড দিয়ে মোছার পর আবার শুকনো কাপড় দিয়ে স্ক্রিনটা মুছতে হবে। মোছার সময় বৃত্তাকারে মুছলে স্ক্রিনে দাগ পড়ে যেতে পারে,তাই সেভাবে মোছা থেকে বিরত থাকুন।

৫. টিভি স্ক্রিন পরিষ্কার রাখা যেমন জরুরি, তেমনি টিভির রিমোটটাও পরিষ্কার রাখতে হবে। রিমোট পরিষ্কার করার সময় এর ব্যাটারি আগে খুলে নিতে হবে। ঘরে তৈরি করা টিভি ক্লিনারে তুলা ভিজিয়ে সেটি হালকা করে রিমোটের বাটনগুলোতে ঘষতে হবে। এতে ময়লা পরিষ্কার না হলে একটি টুথপিক বা পুরনো টুথব্রাশ দিয়ে রিমোটের বাটন থেকে শক্ত ময়লা দূর করুন। ক্লিনার দিয়ে হালকা ভেজা তুলা বা মাইক্রোফাইবার দিয়ে রিমোটের চারপাশ পরিষ্কার করুন। ব্যাটারি লাগিয়ে ব্যবহার করার আগে রিমোটটা বাতাসে শুকিয়ে নিন।

ঘরেও তৈরি করে নিতে পারেন টিভি ক্লিনার। এক্ষেত্রে একই পরিমাণের ( ১:১) ডিস্টিলড ওয়াটার ও ভিনেগার মেশাতে হবে।

সূত্র: রিডার্স ডাইজেস্ট

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সামরিক বাহিনীতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইন কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়ন জরুরি’
সামরিক বিচার ব্যবস্থা নিয়ে সেমিনারে বিমান বাহিনী প্রধান‘সামরিক বাহিনীতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইন কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়ন জরুরি’
ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরোধিতা, ২৮ কর্মীকে বহিষ্কার করলো গুগল
ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরোধিতা, ২৮ কর্মীকে বহিষ্কার করলো গুগল
বরেন্দ্র অঞ্চলে পানির জন্য বাড়ছে হাহাকার
বরেন্দ্র অঞ্চলে পানির জন্য বাড়ছে হাহাকার
চট্টগ্রামে তিন ভাইবোনকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে তিন ভাইবোনকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট