X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কেন পালন করা হয় পুরুষ দিবস?

জীবনযাপন ডেস্ক
১৯ নভেম্বর ২০২২, ১৭:২৬আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১৭:২৬

আজ (১৯ নভেম্বর) বিশ্ব পুরুষ দিবস। নারীদের পাশাপাশি পুরুষদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে প্রতি বছর পালিত হয় দিনটি। পরিবারের অন্যান্য সদস্যের খেয়াল রেখে, নানা ধরনের দায়িত্ব ও কর্তব্যের চাপ সামলে হাসিমুখে থাকেন একজন পুরুষ। বাবা, ভাই, ছেলে, প্রেমিক, বন্ধু কিংবা স্বামীরূপে পরম নির্ভরতার হাত বাড়িয়ে দেন তিনি। পরিবারের অন্যান্য সদস্যদের সবচাইতে কাছের মানুষ হিসেবে জড়িয়ে রাখেন পরম মমতায়।

পুরুষ দিবস পালনের দাবি অনেক আগে থেকেই উঠেছিল। ১৯৬০ সাল থেকে এমন একটি দিন পালনের দাবি অনেকেই জানাতে শুরু করে। ৮ মার্চ বিশ্ব নারী দিবস পালন করা শুরু হলে এই দাবি আরও জোরালো হয়।‌ তবে ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের টমাস ওস্টারের হাত ধরে সর্বপ্রথম দিনটি পালন করা শুরু হয়। সে বছর ফেব্রুয়ারিতে দিবসটি পালিত হয়। এরপর ১৯৯৯ সালে ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসের অধ্যাপক জেরোম তিলক সিংয়ের প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে এটির দিন ধার্য হয় ১৯ নভেম্বর। প্রতি বছর ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নিয়ে হাজির হয় দিনটি। এ বছরের প্রতিপাদ্য- হেলপিং মেন অ্যান্ড বয়েজ, পুরুষ ও ছেলেদের সাহায্য করো।

পুরুষ দিবস পালনের পেছনে বেশ কিছু উদ্দেশ্য রয়েছে। বিশ্ব পুরুষ দিবসের মূল উদ্দেশ্য হল আদর্শ পুরুষদের কথা আরও বেশি করে সবাইকে জানানো।

পুরুষরা রোজকার জীবনে বিভিন্ন দায়িত্ব পালন করেন। পরিবারের অন্যান্য সদস্যদের খেয়াল রাখা, শিশুর যত্ন নেওয়া ও বড় করে তোলার পাশাপাশি কারোর বিপদে পাশে দাঁড়ানোর মতো দায়িত্বগুলোর কথা আরও একবার স্মরণ করিয়ে দেয় দিবসটি।

রোজকার চাপ সামলাতে সামলাতে পুরুষদেরও নানারকম অসুস্থতা হতে পারে। বিশ্ব পুরুষ দিবস তাদের শরীরের খেয়াল রাখার কথাও মনে করিয়ে দেয়।

সমাজে নারীদের মতো পুরুষরাও বেশ কিছু জায়গায় নিগ্রহের শিকার হন। তাদের সঙ্গে অন্যায় আচরণ করা হয় সমাজের নানা স্তরে। তাদের সেই আচরণ থেকে রক্ষার করার বার্তাও দেয় এই বিশেষ দিন‌।

লিঙ্গবৈষম্য কমিয়ে আনার জন্য নারীর পাশাপাশি কিছু বিষয়ে পুরুষের অধিকারও সুনিশ্চিত করা দরকার। বিশ্ব পুরুষ দিবস সে কথাগুলোই আরও একবার মনে করিয়ে দেয়।

এছাড়া সামাজিক প্রেক্ষাপটে পুরুষদের আবেগ প্রকাশকে নিরুৎসাহিত করা হয়। ছেলেদের কাঁদতে নেই- এমন প্রচলিত ধারণার বিপক্ষেও কথা বলে আন্তর্জাতিক পুরুষ দিবস। পুরুষ যেন নিশ্চিন্তে তার আবেগ প্রকাশ করতে পারে প্রিয়জনের কাছে, যেন হতাশা গ্রাস না করে তাকে- দিনটি মনে করিয়ে দেয় সেটাও।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী