X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ঈদের আগেই প্রাণবন্ত ত্বক চাইলে

জীবনযাপন ডেস্ক
০৫ এপ্রিল ২০২৪, ১৬:১৮আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৯:১২

ঈদের কেনাকাটা অনেকেই সেরে ফেলেছেন এরই মধ্যে। ঘর সাজানোর আয়োজনও প্রায় শেষ। তবে ঈদের সাজে নিজেকে স্নিগ্ধ দেখাতে চাইলে নিজের যত্নেও কিন্তু খানিকটা সময় বের করা জরুরি। বিবর্ণ ভাব দূর করে উজ্জ্বল ও প্রাণবন্ত ত্বক পেতে এখন থেকেই বাড়তি যত্নে রাখুন ত্বক। 

 

  • ত্বকের সৌন্দর্য বাড়াতে গ্রিন টির জুড়ি নেই। চুলার পাত্র বসিয়ে গ্রিন টি দিয়ে দিন। ফুটে উঠলে বাষ্পটুকু ত্বকে লাগান। এটি সতেজ ভাব নিয়ে আসবে ত্বকে। ফেসপ্যাক তৈরি করার জন্য ১ চা চামচ মধু ও ১ চা চামচ চিনি মেশান গ্রিন টি এর সঙ্গে। মিশ্রণটি চক্রাকারে লাগান ত্বকে। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন ত্বক।
  • ছোট একটি পাত্রে দুধ নিয়ে গোলাপের পাপড়ি ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন দুধ ও গোলাপের পাপড়ি একসঙ্গে ব্লেন্ড করে ১ চা চামচ চন্দন মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  • একটি ডিমের সাদা অংশ ফেটিয়ে এক চিমটি হলুদ গুঁড়া মেশান। মিশ্রণটি ২০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  • প্রাকৃতিক টোনার হিসেবে চমৎকার কাজ করে শসা। এটি ত্বকের রোদে পোড়া দাগ দূর করে ত্বক উজ্জ্বল ও সুন্দর করে। ফ্রিজে রাখা ঠান্ডা শসা স্লাইস করে কেটে ত্বকে ঘষুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে। নিয়মিত কয়েকদিন এটি ব্যবহার করলেই ত্বকে ফিরে আসবে জৌলুস।
  • সমপরিমাণ দুধ ও মধু একসঙ্গে মিশিয়ে ব্রাশের সাহায্যে ত্বকে লাগান। মুখের পাশাপাশি হাত ও পায়ের ত্বকেও লাগাতে পারবেন এটি। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
  • টমেটোতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ব্লিচিং উপাদান যা ত্বক উজ্জ্বল করে। টমেটোর সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ব্লেন্ড করে নিন। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ধুয়ে মুছে নিন ত্বক।
  • অ্যালোভেরা জেলের সঙ্গে সমপরিমাণ পাকা পেঁপের পেস্ট মেশান। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  • দই ও চিনি একসঙ্গে মিশিয়ে তৈরি করুন পেস্ট। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে যাওয়ার আগেই সামান্য ম্যাসাজ করে ধুয়ে ফেলুন ত্বক।
  • ত্বকের উজ্জ্বলতা বাড়াতে যেকোনও ফেসপ্যাকেই এক চিমটি হলুদ মিশিয়ে নিতে পারেন। হলুদে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের লালচে ভাব ও চুলকানি দূর করে। ত্বক উজ্জ্বল করার জন্য ১ চা চামচ মধু, ১ চা চামচ দুধ ও ১/৪ চা চামচ হলুদ গুঁড়া একসঙ্গে মিশিয়ে তৈরি করে ফেলুন ফেসপ্যাক। এটি ঝটপট ত্বকে নিয়ে আসবে জৌলুস। 
  • ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে লেবু ও মধু একসঙ্গে মিশিয়ে ম্যাসাজ করুন ত্বকে।
  • কমলা, বেসন ও দই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। প্রয়োজনে কয়েক ফোঁটা লেবুর রস দিতে পারেন। মিশ্রণ একদম মিহি হলে ত্বকে ম্যাসাজ করুন। প্রতিদিন ব্যবহার করলে দ্রুত ফল পাবেন।
/এনএ/
সম্পর্কিত
যেভাবে অ্যালোভেরা ব্যবহার করলে চুল মোলায়েম হবে
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘামে ভেজা চুলের যত্নে কী করবেন
সর্বশেষ খবর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?